এক্সপ্লোর
Advertisement
নেটে অনুশীলনে নো-বল, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ভূবি
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা নির্নায়ক ম্যাচের আগে নেটে পুরোমাত্রায় অনুশীলন করতে দেখা গেল ভারতের পেস বোলার ভূবনেশ্বর কুমারকে। নেটে ভূবির অনুশীলন নিঃসন্দেহে চাঙ্গা করবে ভারতীয় শিবিরকে। কেননা, চোটের জন্য গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে অনুশীলনে ফিরে আসার পর সম্পূর্ণ ভিন্ন একটি কারণে ট্রোলড হতে হল ভারতের নির্ভরযোগ্য পেসারকে।
ট্যুইটার হ্যান্ডেলে বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিওতে ভূবিকে বোলিং অনুশীলনের সময় ওভারস্টেপিং করতে দেখা যায়। ভারতীয় দলের সমর্থকদের নজর এড়ায়নি অনুশীলনে ভূবির নো-বল। এরপরই তাঁদের একাংশ ভূবিকে ট্রোল করতে শুরু করেন।Look who's having a go at the nets.#ENGvIND pic.twitter.com/D7LMR2GVVt
— BCCI (@BCCI) July 16, 2018
No ball fek rha Hai.
— Smit Vijay (@vj_smit) July 16, 2018
And that's a huge no ball!! ????
— Vinnie (@VinayNagaraju1) July 16, 2018
huge overstepping
— Aditya Acharya (@aadiacharya) July 16, 2018
আজ লিডসের সিরিজ নির্নায়ক ম্যাচে ভূবি খেলবেন কিনা, তা এখনও অনিশ্চিত। ম্যাচের আগে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, একদিনের ম্যাচে দুজন প্রথমসারির বোলারকে আমরা মিস করছি। তবে এটা একটা সুযোগও বটে। বিশ্বকাপের আগে হাতে খুব বেশি ম্যাচ নেই.. মেরেকেটে ১৬ থেকে ১৭ টি একদিনের ম্যাচ খেলবে ভারত। ওই দুই বোলার খেলতে না পারায় আমরা আমাদের বেঞ্চের শক্তি পরখ করার সুযোগ পাচ্ছি। বাঙ্গার আরও বলেছেন, সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে ভূবিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। ও আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। লিডসের ম্যাচ ভূবি খেলবেন কিনা, তা ফিটনেশ পরীক্ষার পরই নেওয়া হবে।Overstepping by our players is common these days which needs to be changed as already we lost CT
— vamshi (@vammi123) July 16, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement