এক্সপ্লোর
Advertisement
‘বোলার নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?’ ভাইরাল হল আকাশ চোপড়ার পোস্ট করা ভিডিও
ক্রিকেটারকে দেখা গেল মাঠে ফুটবল স্কিলের নজির তুলে ধরতে।
নয়াদিল্লি: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। তবে দুশ্চিন্তার মেঘ সরিয়ে সাময়িক মজার উপাদান দিলেন আকাশ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। যেখানে ক্রিকেটারকে দেখা গেল মাঠে ফুটবল স্কিলের নজির তুলে ধরতে।
চোপড়া যে ভিডিওটা পোস্ট করেছেন, তাতে একজন বোলারকে দেখা যাচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানকে রাউন্ড দ্য উইকেট বল করতে। ব্যাটসম্যান বলটি ডিফেন্সিভ পুশ করার পরই বোলারের কেরামতি শুরু। ফলো থ্রু-তে গিয়ে বলটিকে পায়ের টোকায় শূন্যে তুলে নেন বোলার। তারপরই ভেল্কি শুরু। ক্রিকেট বল নিয়েই ফুটবলারদের মতো জাগলিং শুরু করেন ওই বোলার। তারপর বলটিকে পিঠে রেখে দেন ভারসাম্যের খেলা দেখিয়ে। তারপর নিখুঁত ব্যাকহিলে সেটিকে ফের শূন্যে তুলে দেন উইকেটকিপারের উদ্দেশে। উইকেটকিপার পিছন থেকে দৌড়ে এসে বলটি তালুবন্দি করেন।
ভিডিওটি পোস্ট করে জাতীয় দলের প্রাক্তন ওপেনার লেখেন, ‘বোলার নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?’
করোনা আতঙ্কের প্রভাব পড়েছে খেলার মাঠেও। ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। তার মধ্যেই চোপড়ার ভিডিও সাময়িকভাবে হলেও ক্রীড়াপ্রেমীদের মনোরঞ্জন করছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement