Brazil v Argentina: মাঠে ঢুকে খেলা বন্ধ করল পুলিশ, কোভিড বিধিভঙ্গের অভিযোগে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
করোনা সংক্রান্ত বিধি ভেঙেছেন, এই অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই চার ফুটবলারকে আটক করতে চলে এসেছিলেন।
সাও পাওলো: প্রাক বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ স্থগিত। চার ফুটবলারের বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগে ম্যাচ স্থগিত। রবিবার মাঝরাতে ছিল এই ম্যাচ। আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, গিওভানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েনডিয়া বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ। মাঠে ঢুকে খেলা বন্ধ করে দিল ব্রাজিল পুলিশ। করোনা সংক্রান্ত বিধি ভেঙেছেন, এই অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই চার ফুটবলারকে আটক করতে চলে এসেছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টিনার চার ফুটবলারকে ব্রাজিলের স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
অ্যাস্টন ভিলার মার্টিনেজ, বুয়েনডিয়া এবং টটেনহ্যামের সেলসো রেমোরো প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক ম্যাচের জন্য তাঁদের ছাড়তে না চাইলেও আর্জেন্টিনার হয়ে খেলতে এসেছিলেন। খেলার পর ফিরে এসে তাঁদের কোনও হোটেলে ১০ দিন কোয়ান্টটিনে থাকতে হবে, এ জন্যই ওই চার খেলোয়াড়কে আন্তর্জাতিক ম্যাচের জন্য ছাড়তে চাওয়া হয়নি।
ম্যাচের আগে ওই চার খেলোয়াড়কে আর্জেন্টিনার টিম বাসে উঠতে দেখা গিয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা ওই চার খেলোয়াড়কে যে দেশ থেকে এসেছিলেন, সেই দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন। এরপর করোনা বিধিভঙ্গের কারণে খেলা বন্ধ করে দিল ব্রাজিল পুলিশ। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়।
ব্রাজিলের করোনা বিধি অনুসারে, আগের ১৪ দিন যাঁরা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশে ছিলেন, তাঁরা ব্রাজিলের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হলে তাঁদের ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ।
পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকরা খেলা বন্ধ করে দেওয়ার পরই সফরকারী দল দুই কোচ ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সহ মাঠ ছাড়েন। অন্যদিকে, ব্রাজিলের খেলোয়াড়রা মাঠের একদিকে চলে আসেন।
গোটা ঘটনায় অসন্তুষ্ট মেসি। তিনি বলেছেন, ওরা খেলাই শুরু করল কেন, আর খেলা শুরুর পাঁচ মিনিট পর তা বন্ধই বা করল কেন। আমরা তো স্টেডিয়ামে এক ঘণ্টা ছিলাম। এ ব্যাপারে আমাদেরকে জানাতে পারত।
এরপর মেসি ড্রেসিংরুমে ফিরে যান এবং ম্যাচ শুরুর এক ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল পাঁচটায় ম্যাচ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়। সাউথ আমেরিকান ফুল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, রেফারি ও ম্যাচ আধিকারিকরা পুরো ঘটনার রিপোর্ট ফিফা-র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পেশ করবে এবং সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।