East Bengal: এগিয়ে গিয়েও গোল হজম, কলকাতা লিগে বিএসএসের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল
East Bengal FC vs BSS Sporting Club: বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এগিয়ে গিয়েও গোল হজম করল লাল-হলুদ বাহিনি। ম্যাচ শেষ হল ১-১ ফলে।
নৈহাটি: দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat) যেদিন শহরে পা রাখলেন, কলকাতা ফুটবল লিগে (CFL 2023) সেদিনই আটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এগিয়ে গিয়েও গোল হজম করল লাল-হলুদ বাহিনি। ম্যাচ শেষ হল ১-১ ফলে।
পরপর দুই ম্যাচ জেতা ইস্টবেঙ্গল বিএসএসের বিরুদ্ধে ড্র করল। ম্যাচের একেবারে শেষে অর্থাৎ ৯০ মিনিটের মাথায় দীপ সাহার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেন তিনি। নৈহাটিতে খেলা দেখতে আসা সমর্থকেরা মনে করেছিলেন, ৩ পয়েন্ট নিশ্চিত। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই গোল পরিশোধ করে দেন বিএসএসের ভবানী। ফলে ফের ড্র বিনো জর্জদের। লাল-হলুদকে আটকে দিয়ে আত্মবিশ্বাস পেল বিএসএস।
শুরতেই ধাক্কা খায় ইস্টবেঙ্গল। বিএসএসের ফুটবলারকে ধাক্কা মারায় লাল কার্ড দেখলেন তুহিন দাস। তাঁকে লাল কার্ড দেখালেন প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। ম্যাচের বয়স তখন মাত্র ১৫ মিনিট। ১০ জন হয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধের খেলা শুরু হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে নৈহাটিতে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ঝলমলে আকাশ। ইস্টবেঙ্গলও আক্রমণের ঝাঁঝ বাড়ায়। তবে লাভ হয়নি।
খেলা শেষ হওয়ার আগে, ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিএসএসের ফুটবলার নবকুমার দাস। জোড়া হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছা়ড়তে হয় তাঁকে। তারপরই ইস্টবেঙ্গলের গোল। তবু শেষ পর্যন্ত পয়েন্ট নষ্ট বিনো জর্জের ছেলেদের।
এদিকে, দায়িত্ব নিয়ে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তাঁর সঙ্গে এলেন সহকারী কোচ দেলগাদো ও আলবার্তো মার্তিনেজ়। কোচ কুয়াদ্রাতকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন বহু ইস্টবেঙ্গল সমর্থক। তাঁরা কুয়াদ্রাতকে 'জয় ইস্টবেঙ্গল' স্লোগান দিয়ে স্বাগত জানালেন। ইস্টবেঙ্গলের কর্ণধার দেবব্রত সরকার কোনওমতে ভিড় থেকে বাঁচিয়ে গাড়িতে তোলেন কুয়াদ্রাতকে।
Moments from a rain-drenched 1️⃣st half in Naihati! 🌧📸#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/5lfaFaN9cu
— East Bengal FC (@eastbengal_fc) July 24, 2023
মঙ্গলবার থেকেই এই আইএসএল জয়ী কোচ ডুরান্ড কাপের অনুশীলন শুরু করে দেবেন। গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের শুধুই ব্যর্থতা। কুয়াদ্রাতের কাছ থেকে সাফল্যের স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা।
আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন