এক্সপ্লোর
এশিয়া কাপ: ধোনির তত্ত্বাবধানে ব্যাটিং প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া

দুবাই: বিরাট কোহলি নন, এশিয়া কাপ ভারত খেলবে রোহিত শর্মার নেতৃত্বে। ১৯ তারিখে পাকিস্তান ম্যাচের আগে এখন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি দলকে নেট প্র্যাকটিস করাচ্ছেন। রোহিত এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এত বড় মঞ্চে তাঁর নেতৃত্বদান এই প্রথম। ৯ দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে। দলের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে রোহিতের ওপরেই চাপ সবথেকে বেশি থাকবে। এই পরিস্থিতিতে অধিনায়কের চাপ কিছুটা হালকা করতে এগিয়ে এসেছেন প্রাক্তন অধিনায়ক ধোনি। নেটে ধোনিকে দেখা গেল রীতিমত ব্যস্ত, ব্যাটসম্যানদের দিকে নজর রাখছেন, দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। এই টুর্নামেন্টে রোহিত বিরাট কোহলির চওড়া ব্যাটের সাহায্য পাবেন না ঠিকই কিন্তু ক্যাপ্টেন কুল রয়েছেন তাঁর পাশে, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার ৩ দিন আগে দলকে প্রস্তুত করছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















