Mohun Bagan: কলকাতা লিগে পিছিয়ে গেল মোহনবাগান-কালীঘাট ম্যাচ, পরিবর্তিত সূচি কী?
CFL 2023: শুক্রবার বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ বিবৃতি দিয়ে জানাল, টেকনিক্যাল কারণে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ পিছিয়ে যাচ্ছে একদিন।
কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান (Mohun Bagan)। ৩ ম্যাচে ৯ পয়েন্ট-সহ গ্রুপ এ-তে তৃতীয় স্থানে আছে সবুজ-মেরুন শিবির। শীর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। ৪ ম্যাচের শেষে যাদের পয়েন্ট ১০। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মহমেডান। গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে।
এই পরিস্থিতিতে কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম কালীঘাট মিলন সমিতি ম্যাচ পিছিয়ে গেল। শুক্রবার বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ বিবৃতি দিয়ে জানাল, টেকনিক্যাল কারণে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ পিছিয়ে যাচ্ছে একদিন। ২৫ জুলাই ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেটি হবে ২৬ জুলাই। মোহনবাগান মাঠে। দুপুর ৩টেয় শুরু হবে ম্যাচ।
শুক্রবারই মোহনবাগান সুপার জায়ান্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে প্রাক মরশুম প্রস্তুতিতে নেমে পড়ছে তাদের সিনিয়র দল। প্রথম তিনদিন - অর্থাৎ ২২-২৪ জুলাই ফুটবলারদের মেডিক্যাল টেস্ট, জিম ও ফিটনেস অ্যাক্টিভিটি হবে। রুদ্ধদ্বার হবে এই তিনদিনের অনুশীলন।
কলকাতা লিগে পরপর ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে তাদের গোল নষ্ট করার রোগ ভোগাচ্ছে। বৃহস্পতিবার অজস্র গোলের সুযোগ নষ্ট করে অবশেষে জয় পেয়েছে লাল-হলুদ বাহিনি। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে খিদিপুরকে ২-০ গোলে হারিয়েছে বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে গোল করলেন তুহিন দাস এবং আমন সিকে। ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩ ম্যাচে ৭।
You have seen our best goals from last season, now it’s time for ASSISTS! 💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 21, 2023
Which one is your favourite? 🤔#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/9VvjuITpcy
কলকাতা লিগে মোহনবাগানের মতোই ইস্টবেঙ্গল জুনিয়র দলের প্লেয়ারদের শুধু খেলাতে চেয়েছিল। কিন্তু দু'টি ম্যাচ জেতে না জিতেই কৌশল পরিবর্তন। দলের বেহাল দশা দেখে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতের দ্বারস্থ হতে হয় লাল-হলুদকে। তাঁর থেকে অনুমতি নিয়েই তিন জন সিনিয়র দলের প্লেয়ারকে মাঠে নামিয়েছিলেন বিনো জর্জ। প্রথমে ঠিক ছিল জুনিয়র ফুটবলারদের দিয়ে কলকাতা লিগে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু পরে শৌভিক চক্রবর্তী, গুরমিত গিল এবং মহম্মদ রাকিপকে খেলানো হয়।
আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন