IND vs ZIM: জিম্বাবোয়ে সফরে তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করা নিয়ে সংশয়, চিন্তা বাড়ল ভারতের
Washinton Sundar: আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে।
নয়াদিল্লি: ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত জিম্বাবোয়ের ওয়ান ডে সিরিজ (India vs Zimbabwe ODI Series)। সেই সিরিজের দল ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ভারতীয় দলের শক্তি বারিয়ে দলে ফিরেছেন তারকা ওপেনার কেএল রাহুল। দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। তবে রাহুলের ফেরার সুখবরের মধ্যেই ভারতীয় দলের উদ্বেগ বাড়ালেন আরেক তারকা ক্রিকেটার।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)। সেখান থেকেই সরাসরি জিম্বাবোয়ে উড়ে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে ১০ অগাস্ট (বুধবার) ল্যাঙ্কাশায়ারের হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে খেলাকালীনই কাঁধে চোট পান সুন্দর। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। স্বাভাবিকভাবেই এর জেরে উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের। মনে করা হচ্ছে এই চোটের জেরে আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে যেতে পারেন তারকা অলরাউন্ডার।
মাঠ ছাড়েন সুন্দর
যদিও তারপর থেকে তাঁর চোটের বিষয়ে আর কোনও আপডেট দেওয়া হয়নি. তবে আশা করা হচ্ছে শীঘ্রই এই চোটের বিষয়ে এবং ওয়াশিংটন আদৌ জিম্বাবোয়ে সিরিজে খেলবেন কি না, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে আপডেট দেওয়া হবে। প্রসঙ্গত, আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এবার সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় অলরাউন্ডার।
১৩ অগাস্ট ভারতীয় দল জিম্বাবোয়ের জন্য উদ্দেশে উড়ে গিয়েছে, তবে তার আগে ওয়াশিংটনের বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। প্রসঙ্গত, ১৮, ২০ ও ২২ অগাস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। হারারেতে অনুষ্ঠিত হবে এই ম্য়াচগুলি। এই সিরিজ আইসিসি পুরুষ বিশ্বকাপ সুপার লিগের অংশ। এই লিগের তালিকা অনুযায়ীই দলগুলি পরের বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করবে।
জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-
কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার।
আরও পড়ুন: কোন জাদুবলে আইসিসি টুর্নামেন্টে এত সাফল্য, খোলসা করলেন শিখর ধবন