৬৯ বলে ১৪৬! বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনালে ছক্কার নতুন রেকর্ড গেইলের
ঢাকা: বাংলাদেশে আছড়ে পড়ল ‘গেইল-ঝড়’। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনালে নতুন কীর্তি রচনা করলেন এই বিস্ফোরক ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
এদিন ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে বিধ্বংসী ১৪৬ রান করলেন গেইল। হাঁকালেন রেকর্ড ১৮টি ছক্কা। তাঁর দৌলতেই ঢাকা ডায়নামাইটের বিরুদ্ধে ২০ ওভারে ২০৬ রান তুলল রংপুর।
আগের এলিমিনেটর ম্যাচেই ৫১ বলে ১২৬ রান করেছিলেন গেইল। সেদিন যেখানে শেষ করেছিলেন, এদিন যেন সেখান থেকেই শুরু করেন তিনি। আগের ম্যাচে ১৪টি ছয় হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। এদিন নিজের গড়া রেকর্ড ভাঙলেন এই ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান।
এখনও পর্যন্ত যে কোনও টি-২০ ম্যাচে ২০টি ছক্কা একটি রেকর্ড। এর মধ্যে শেষ তিন ওভারেই তিনি মেরেছেন আটটি। এই নিয়ে টি-২০তে ২০তম শতরান করলেন গেইল।
ক্রিকেটের এই ফর্ম্যাটে গেইলের প্রভাব কতটা তা একটা ছোট্ট পরিসংখ্যানই যথেষ্ঠ। শতরানকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার। তিনি সাতটি শতরান করেছেন।
এদিন আরও অনেক রেকর্ড গড়েন গেইল। এদিন তাঁর করা ১৪৬ রান যে কোনও টি-২০ ফাইনালে সর্বোচ্চ স্কোর। এদিনই টি-২০ ক্রিকেটে ১১ হাজার রান পার করেন তিনি।
এদিন রংপুরের হয়ে ঢিমেতালে শুরু করেছিলেন গেইল। জনশন চার্লসের উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ব্রেন্ডন ম্যাকালামকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে অবিচ্ছেদ্য ১৯৯ রান তোলেন তিনি। এই পার্টনারশিপও টি-২০ ফাইনালে যে কোনও উইকেটে রেকর্ড।