Commonwealth Games 2022: মহিলাদের লন বলে দুরন্ত পারফরম্যান্স, সোনা জয় টিম ইভেন্টে
Commonwealth Games : দক্ষিণ আফ্রিকার (Soth Africa) বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা লন বল দল। সেখানেই সোনা জয় ভারতের মেয়েদের।
![Commonwealth Games 2022: মহিলাদের লন বলে দুরন্ত পারফরম্যান্স, সোনা জয় টিম ইভেন্টে Commonweath Games 2022: India beat South Africa to win gold in Lawn Bowls women’s fours, know details Commonwealth Games 2022: মহিলাদের লন বলে দুরন্ত পারফরম্যান্স, সোনা জয় টিম ইভেন্টে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/e69ce8384bcddcc5ba31e49c2a59f8531659444608_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহ্যাম: মহিলাদের লন ফোরস ফাইনালে দুরন্ত জয়। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা লন বল দল (Womens Lawn Bowl Team)। সেখানেই সোনা জয় ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ১৭-১০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
এদিন প্রথম থেকেই ফাইনালে এগিয়ে ছিল ভারতীয় দল। প্রথম থেকেই একের পর এক পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন ভারতের মেয়েরা। একটা সময় ১০-৮ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় মহিলা লন বল দল। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকা মহিলা লন বল টিম। শুধু ম্যাচে সমতা ফেরানোই নয়। কিন্তু নিজেদের স্নায়ুর চাপ সামলে রেখে সোনা জয় নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
আগেই, লন বলে (Lawn Bowl) ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা দল। মহিলাদের লন বল ফোরস সেমিফাইনালে জয়ী হয়েছিল ভারত। ১৬-১৩ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। তার সঙ্গে সঙ্গেই লন বল থেকে ভারতের পদক জয় নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় মহিলা লন বল টিম। নিদেনপক্ষে রুপো পাবেই। ফাইনালে নামার আগেও খাতায় কলমে তাঁরাই এগিয়ে ছিল। ম্যাচে কিছুটা বেগ দিয়েছিল প্রোটিয়া বাহিনী। কিন্তু শেষ হাসি হাসে ভারত।
২০১০ সাল থেকে ভারতে লন বল খেলা শুরু হয়। এরপর এটাই সবচেয়ে বড় সাফল্য। ২০১০-এ মহিলাদের ট্রিপলস দল এবং ২০১৪-এ পুরুষদের ফোর্স দল কমনওয়েলথের মঞ্চে চতুর্থ স্থান অধিকার করেছিল। যা একদিন এই ইভেন্টে সেরা পারফরম্যান্স ছিল ভারতের। কিন্তু এবার সোনা জিতে দেশের মুখ লন বলের ইভেন্টেও উজ্জ্বল করল ভারতের মেয়েরা।
শট পুটের ফাইনালে মনপ্রীত
এদিকে কমনওয়েলথ গেমসে শট পুটের ফাইনালে পৌঁছে গেলেন মনপ্রীত কৌর। কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছেন মনপ্রীত (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ডের থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছতে পারবেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নিলেন। নিজের সেরা পদক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন মনপ্রীত।
আরও পড়ুন: শট পুটেও পদকের সম্ভাবনা উজ্জ্বল, ফাইনালে পৌঁছলেন মনপ্রীত কৌর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)