Covid-19 Hits Women's Hockey: ভারতীয় মহিলা হকি দলে করোনার হানা, পিছোল কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ
Covid-19 Hits Women's Hockey: যার জন্য টুর্নামেন্টে ভারতের পরবর্তী ২ ম্যাচ বাতিল করা হয়েছে। পরের ২ ম্যাচে ভারতের (india) প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোরিয়া (korea) ও চিন।
![Covid-19 Hits Women's Hockey: ভারতীয় মহিলা হকি দলে করোনার হানা, পিছোল কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ Covid-19 hits women's Asian Champions Trophy: Indian hockey player tests positive, match against Korea cancelled Covid-19 Hits Women's Hockey: ভারতীয় মহিলা হকি দলে করোনার হানা, পিছোল কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/b5bf0d2851c58c4c18fb830660887162_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এবার ভারতীয় মহিলা হকি দলে করোনার হানা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি(asian champions trophy) খেলতে ব্যস্ত এই সময় ভারতীয় মহিলা হকি দল (indian womens hockey team)। সূত্রের খবর, সেখানেই এক হকি প্লেয়ারের করোনা হয়েছে। যার জন্য টুর্নামেন্টে ভারতের পরবর্তী ২ ম্যাচ বাতিল করা হয়েছে। পরের ২ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোরিয়া ও চিন। বুধবারই কোরিয়ার বিরুদ্ধে নামার কথা ছিল ভারতের। বৃহস্পতিবার চিনের বিরুদ্ধে ম্যাচ ছিল। হকি ইন্ডিয়ার তরফে এই বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। এশিয়ান হকি ফেডারেশনের তরফেও এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। দৈনিক আরটিপিসিআর টেস্টের সময়ই সেই প্লেয়ারের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে।
খেলার জগতে কোভিড নিয়ে সতর্কতা জারি হয়েছে সব ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ার কঠোর করোনাবিধির জেরে আগে থেকেই আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বুধবার, ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মহারণ। তবে সিরিজ শুরুর আগেই ধাক্কা। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে বাধ্য হয়েই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটির পারথ থেকে সরানো হয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ার নতুন স্টেডিয়ামে ১৪ জানুয়ারি থেকে সিরিজের পঞ্চম টেস্ট আয়োজন করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। তিনি বলেন, ‘করোনা অতিমারির বিরুদ্ধে পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার, সকল এজেন্সি ও পারথ স্টেডিয়াম কর্তৃপক্ষ যে লড়াই করছে সেই প্রচেষ্টাকে আমরা সম্মান জানাচ্ছি। তবে খুবই হতাশ হয়ে জানাতে হচ্ছে যে, পারথে পঞ্চম টেস্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। পশ্চিম অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় বর্তমানে এই বিধিনিষেধের মধ্যে আমরা নিজেদের তরফে সবরকমভাবে পাশে থাকার চেষ্টা করছি।’
এদিকে, এশিয়া-দক্ষিণ আফ্রিকার (South Africa) পর ইউরোপেও (Europe) প্রবল গতিতে বাড়ছে করোনা। উদ্বেগ বাড়ল অন্য তথ্যে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World HEalth Organization) তরফে জানান হয়েছে ইউরোপের দেশগুলি থেকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে শিশুদের সংক্রমণ বৃদ্ধি। হু (WHO)- জানিয়েছে ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণের সর্বোচ্চ হারের জন্য দায়ী এই বয়সের শিশুরাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)