Budget News: বাজেটে চমক নির্মলার, বরাদ্দ বাড়ল রেলেও
ABP Ananda Live: বাজেটে লক্ষ্মীলাভ রেলেরও। বরাদ্দ বেড়ে ২ লক্ষ ৫২ হাজার কোটি। গতবারের তুলনায় যাত্রী সুরক্ষায় বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি। বাড়তি বরাদ্দে তৈরি হবে বহু আধুনিক ও জেনারেল কোচ।
RG কর কাণ্ডে এবার নতুন করে তদন্তের দাবি অভয়ার মা-বাবার, হাইকোর্টে আবেদনের প্রস্তুতি..
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে এবার নতুন তদন্ত দাবি। নতুন করে তদন্ত ও নতুন করে ট্রায়ালের দাবি অভয়ার পরিবারের। আইনজীবীর হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। আইনজীবীর সঙ্গে কথা অভয়ার মা-বাবার। আগে শিয়ালদা কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয় CBI, অভিযোগ অভয়ার পরিবারে আইনজীবীর। CBI-এর ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ নিহত চিকিৎসকের পরিবারের। মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যও । আমানতের সুদে ৫০ হাজার থেকে ছাড় বেড়ে ১ লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজারই রইল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 'বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে নজর দেওয়া হয়নি', বললেন মহম্মদ সেলিম। 'এই বাজেট জনতা জনার্দনের'। 'রোজগার বাড়ানোর ব্যাপারে বাজেটে নির্দিষ্ট পদক্ষেপ'।


















