এক্সপ্লোর
Advertisement
দেখুন: ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিতে বাগড়া দিতে নো বল, সমালোচিত পোলার্ড
নয়াদিল্লি: বিপক্ষ দলের ব্যাটসম্যানের সেঞ্চুরি আটকাতে নো বল করে বিতর্কে জড়ালেন কায়রন পোলার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এই ঘটনা ঘটেছে। এভাবে নো বল করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হয়েছেন পোলার্ড। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জয়ের জন্য মাত্র ১ রান দরকার ছিল। ইভিন লিউস ৩২ বলে ৯৭ রানে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ক্রিস গেইল। কিন্তু বার্বাডোজ ট্রাইডেন্টসের বোলার পোলার্ড নো বল করায় ব্যাটে রান করার সুযোগ পেলেন না লিউস।
ম্যাচের পর ২৫ বছরের লিউস বলেছেন, সেঞ্চুরি না পেয়ে হতাশ। তবে কী আর করা যাবে।
৩৩ তম বলে সেঞ্চুরি করতে পারলে লিউস ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসতেন। এই সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের দখলে। ২০১৩-তে আইপিএলে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল।
পোলার্ডের এই কাজ বল সুরজ রণদীভের নো বলের কথা মনে করিয়ে দিয়েছে। ২০১০-এ ভারতের বীরেন্দ্র সহবাগ ৯৯ রানে অপরাজিত ছিলেন। সেই সময় রণদীভ নো বল করে বসেন। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছিলেন বীরু। পরে শ্রীলঙ্কা বোর্ড ও অফস্পিনার রণদীভ বীরুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।I liked a @YouTube video https://t.co/F2Wlj5ehDg Kieron Pollard Cheating Evin Lewis To Stop Making Fastest T20 100 Ever - Sep 4 CPl
— ARA23 (@AravinthKongu1) September 4, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement