এক্সপ্লোর
আমেরিকায় গাওস্করের নামে ক্রিকেট মাঠ

মুম্বই: মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশের লুইসভিলে ভারতের ক্রিকেট কিংবদন্তী সুনীল গাওস্করের নামে একটি ক্রিকেট মাঠ তৈরি হয়েছে। স্বয়ং গাওস্করই এই মাঠ উদ্বোধন করেছেন। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও ভারতীয় ক্রীড়াবিদের নামে আন্তর্জাতিক মানের মাঠ তৈরি হল। লুইসভিল ক্রিকেট ক্লাব ৪২-দলের মিডওয়েস্ট ক্রিকেট লিগে খেলে। গাওস্করের নামে তৈরি হওয়া মাঠটি লুইসভিল ক্রিকেট ক্লাবের হোমগ্রাউন্ড হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে মাঠ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গাওস্কর। তিনি বলেছেন, ‘আমরা নামে ক্রিকেট মাঠ হওয়া অনন্য সম্মান। বিশেষ করে যে দেশে ক্রিকেট প্রধান খেলা নয়। আমি খুব খুশি ও সম্মানিত বোধ করছি।’ গাওস্করের সম্মানে এক নৈশভোজেরও আয়োজন করে লুইসভিল ক্রিকেট ক্লাব। সেখানে ছিলেন লুইসভিলের মেয়র গ্রেগ ফিশার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















