Danielle McGahey: প্রথম রূপান্তরকামী ক্রিকেটার হিসাবে খেলবেন আন্তর্জাতিক মঞ্চে, ইতিহাসের সামনে ড্যানিয়েল
Cricket News: বাইশ গজে ইতিহাস গড়তে চলেছেন ড্যানিয়েল ম্যাকগ্যাহে (Danielle McGahey)। প্রথম রূপান্তরকামী ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি।
ওট্টায়া: বাইশ গজে ইতিহাস গড়তে চলেছেন ড্যানিয়েল ম্যাকগ্যাহে (Danielle McGahey)। প্রথম রূপান্তরকামী ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি। মহিলাদের টি-টোয়েন্টিতে আমেরিকার যোগ্যতা অর্জনকারী পর্বে কানাডার দলে রয়েছেন ড্যানিয়েল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য যে টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক মঞ্চে রূপান্তরকামী হিসাবে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন ভেবে রোমাঞ্চিত ড্যানিয়েল। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি সম্মানিত। আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারছি। কোনওদিন স্বপ্নেও ভাবিনি এটা সম্ভব হবে।'
গত বছর ব্রাজিলে আয়োজিত দক্ষিণ আমেরিকান মহিলা চ্যাম্পিয়নশিপ পর্বে অক্টোবর মাসে ৪টি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল। সেই টুর্নামেন্টে কানাডাই জিতেছিল। তবে সেই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি পায়নি।
এবার সেই স্বীকৃতিই পাবেন ড্যানিয়েল। অর্থাৎ, বিশ্বের প্রথম রূপান্তরকামী ক্রিকেটার হিসাবে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট। ৪ থেকে ১১ সেপ্টেম্বর আমেরিকার লস অ্যাঞ্জেলসে আমেরিকার যোগ্যতা অর্জনকারী পর্বে খেলবেন তিনি। সেই টুর্নামেন্টে কানাডা ছাড়াও খেলবে আর্জেন্তিনা, ব্রাজিল ও আয়োজক দেশ আমেরিকা। এই টুর্নামেন্টে যে দল জিতবে, গ্লোবাল কোয়ালিফায়ার্সে পৌঁছবে। পরের বছর বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী দল ঠিক হবে যে টুর্নামেন্ট থেকে।
২০২১ সালে রূপান্তরকামী ক্রিকেটারদের নিয়ে নিয়মে কিছু সংশোধন করে আইসিসি। তারপরই ড্যানিয়েলের সামনে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে গেল। সেই সঙ্গে ক্রিকেট হল আরও সাবালক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন