T20 World Cup 2024 Prize Money: ২০১১-এর পর ফের বিশ্বজয়, কত টাকার পুরস্কার পেল ভারত ? বাকি আর কোন দল কত পেল
India vs South Africa Final: নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৭৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট খুইয়ে ১৬৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
বার্বাডোজ : ফাইনালে বিরাট কোহলির দুরন্ত ইনিংস, রোহিত শর্মার অসাধারণ নেতৃত্ব, গোটা টিম ইন্ডিয়ার দলগত প্রচেষ্টা মিলিয়ে মোচন হল ১১ বছরের 'শাপের।' ২০২৪-এর টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। নাটকীয় ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বসেরা শিরোপা জিতে নিল ভারত। ফাইনালে বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৭৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট খুইয়ে ১৬৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। টুর্নামেন্টে এই সাফল্যের পর কত টাকা পুরস্কার পেল টিম ইন্ডিয়া ? রানার আপ দক্ষিণ আফ্রিকার ঝুলিতেই বা কত এল ?
২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ২০.৪২ কোটি টাকা পেল। অন্যদিকে, খুব অল্প ব্যবধানে হারা তথা রানার-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১০.৬৭ কোটি টাকা।
এদিকে সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় ইংল্যান্ড। অন্য ম্যাচে, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় আফগানিস্তান। সেমিফাইনালে পরাজিত এই দুই দল ভারতীয় মুদ্রায় ৬.৫৬ কোটি টাকা করে পেয়েছে।
ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারও 'তীরে এসে তরি ডোবার' একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ, ভারতীয় স্পিনারদের উপর সেই সময় ধ্বংসলীলা চালাচ্ছেন হেনরিক ক্লাসেন (২৭ বলে ৫২ রান)। কিন্তু, কার্যত জয়ের দোরগড়ায় পৌঁছে যাওয়া প্রোটিয়াদের খালি হাতে ফিরিয়ে দিল মেন ইন ব্লু। জয়ের জন্য একসময় দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন ছিল। শুরু হয় বুমরা-ম্যাজিক। যাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা জোরে বোলার বলা হচ্ছে। কেন এই তকমা তাঁকে দেওয়া হয় তা আরও একবার প্রমাণ করলেন তিনি। শেষের দিকে সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ড্যর জন্য কাজটা অনেকটা সহজ করে যান। ভারতকে আরও বেশি করে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। আর এই দলগত প্রচেষ্টার ফসল টি২০ বিশ্বকাপ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।