Abhishek Sharma: ভারতের পরাজয়ের দিনেও উজ্জ্বল অভিষেক, অর্ধশতরানের ইনিংসে ভাঙলেন কোহলির সর্বকালীন রেকর্ড
IND vs AUS: মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয় ভারত (IND vs AUS)। ৪০ বল ও চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতের হতাশাজনক পারফরম্যান্সের রাতে ইতিবাচক দিক বলতে কেবল অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাটিং।
মেলবোর্নে শুক্রবার যেখানে সকল ভারতীয় টপ অর্ডার ব্যাটার জশ হ্যাজেলউডদের বিরুদ্ধে রান করতেই বিপাকে পড়েন, সেখানে অভিষেক নিজের ঝোড়ো ব্যাটিংয়ে সকলকে মুগ্ধ করেন। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে অর্ধশতরান হাঁকান। খেলেন ৬৮ রানের ইনিংস, তাও আবার মাত্র ৩৭ বলে ১৮৩-র অধিক স্ট্রাইক রেটে। অভিষেকের ইনিংস সাজানো ছিল আটটি চার ও দুইটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে ফেললেন অভিষেক।
এটি অভিষেকের ২৫তম টি-টোয়েন্টি ইনিংস ছিল। এই ইনিংসেই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের অষ্টম অর্ধশতরান হাঁকান অভিষেক। কোহলিও ২৫টি আন্তর্জাতিক টি-টোয়োন্টি ইনিংসে আটটি অর্ধশতরানই করেছিলেন। তবে ২৫ ইনিংসের পর কোহলির মোট রানসংখ্যা ছিল ৯০৬। সেখানে আজকের ইনিংসের পর অভিষেকের রানসংখ্যা দাঁড়াল ৯৩৬। ভারতীয়দের মধ্যে ২৫ ইনিংস পরে এটাই সর্বাধিক রান। অবশ্য সর্বকালীন তালিকায় অভিষেক চতুর্থ নম্বরে রয়েছেন।
২৫টি আন্তর্জাতিক বিশ ওভারের ইনিংসের পর ডেভিড মালান, বাবর আজম এবং ডেভন কনওয়ের দখলে অভিষেকের থেকে অধিক রান ছিল। তবে অভিষেকের ১৯৩.৩৮-র স্ট্রাইক রেট কিন্তু এঁদের কারুরই ছিল না। সেই দিক থেকে ভারতীয় ওপেনার অনন্য।
FIFTY!
— BCCI (@BCCI) October 31, 2025
Abhishek Sharma has been at it from the word go.
He brings up a brilliant half-century off just 23 deliveries.
His 6th in T20Is 🔥🔥
Live - https://t.co/ereIn74bmc #TeamIndia #AUSvIND #2ndT20I pic.twitter.com/5lt8x71Tmr
ভারত ম্যাচ হারলেও এদিন ম্য়াচশেষে কিন্তু অভিষেকের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সূর্যকুমার যাদব। যেদিন বাকি কোনও ব্যাটার রানই পেলেন না, সেইদিনও জ্বলে উঠল ভারতীয় ওপেনারের ব্যাট। অর্ধশতরান হাঁকান অভিষেক। ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। অভিষেকের পারফরম্যান্সে সন্তুষ্ট সূর্য। 'অভিষেক তো বেশ কয়েকদিন হল আমাদের হয় এমন খেলাটাই খেলে আসছে। ও নিজের খেলা, নিজের পরিচয়টা জানে এবং সেটা আর বদলানোর চেষ্টা করছে না এখন। আশা করছি এইভাবেই ও খেলা চালিয়ে যাবে এবং আমাদের হয়ে এমন আরও অনেক ইনিংস খেলবে।' বলেন সূর্যকুমার যাদব।




















