Rishabh Pant: নিজের কামব্যাক ম্যাচে ব্যাটিংয়ে নেমে কত রান করলেন ভারতীয় তারকা ঋষভ পন্থ?
IND A vs SAA: প্রথম আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনশেষে ১০৫ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'।

বেঙ্গালুরু: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ় শুরুর আগে বর্তমানে দুইটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত 'এ' এবং দক্ষিণ আফ্রিকা 'এ' (IND A vs SAA)। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে চলছে প্রথম আনঅফিসিয়াল টেস্ট। সেই ম্যাচের দিকে একটি কারণেই বা বলা ভাল একজনের জন্যই বহু ক্রিকেটপ্রেমী তাকিয়ে ছিলেন। তিনি ঋষভ পন্থ (Rishabh Pant)। এই ম্যাচের মাধ্যমেই চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন পন্থ। সেই ম্যাচে আজ ব্যাটিং করতে নামেন তারকা কিপার-ব্যাটার। কত রান করলেন তিনি?
গতকাল ২৯৯ রানের বিনিময়ে নয় উইকেটে দিনশেষ করেছিল দক্ষিণ আফ্রিকা 'এ' দল। আজ সকালেই আর মাত্র দশ রান যোগ করে, ৩০৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নামে ভারতীয় 'এ' দল। তবে ভারতের কেউই খুব বড় রান পাননি। অধিনায়ক পন্থ এদিন পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন। তিনি দুইটি বাউন্ডারিসহ ২০ বলে মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন।
ভারতের হয়ে এই ম্যাচে একমাত্র তরুণ ওপেনার আয়ুষ মাত্রেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। টিনএজ তারকা ৭৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। সাই সুদর্শন এদিন তাঁর সঙ্গে ওপেন করতে নেমে ৩২ রান করেন। দুইজনে মিলে ওপেনিংয়ে ৯০ রান যোগ করেছিলেন। তবে তারপরেই তাসের ঘরের মতো ভারতীয় মিডল অর্ডার। আয়ুষ বাদোনি ৩৮ রানের ইনিংস খেলেন। প্রোটিয়ার ৩০৯ রানের জবাবে ২৩৪ রানেই থেমে যায় ভারত 'এ'-র ইনিংস। দ্বিতীয় দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩০ রান।
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে নিয়ম
আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। Indian Express-র রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ।




















