Abhishek Sharma on Yuvraj: ছিল বিশেষ কুক, ঘণ্টার পর ঘণ্টা চলত পর্যালোচনা, নিজের সাফল্যে যুবরাজের অবদান নিয়ে অকপট অভিষেক
Abhishek Sharma: এশিয়া কাপের সাত ম্য়াচে ৪৪.৮৪ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৪ রান করেন অভিষেক শর্মা। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর ব্যাটিং দৌরাত্ম্যের পর তাঁকে নিয়ে চারিদিকে ধন্য ধন্য রব। কেউ তাঁর ব্যাট স্যুইং দেখে মোহিত, তো কেউ তাঁর নির্ভীক ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন। তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। এবারের এশিয়া কাপের সেরা ক্রিকেটার।
তাঁর ব্যাটিংয়ের মধ্যে অনেকেই যুবরাজ সিংহের ছাপ দেখতে পান। এর পিছনে কিন্তু যথাযোগ্য কারণও রয়েছে। বাবা রাজকুমার শর্মার সুবাদে অভিষেক ক্রিকেটের প্রেমে পড়লেও, যুবরাজই কিন্তু তাঁর মেন্টর। যুবিই তাঁকে নিজের হাতে ঘষে, মেজে তৈরি করেছেন। তাঁকে তালিম দিয়েছেন। অভিষেকের মুখে বারংবার যুবরাজের কথাও শোনা গিয়েছে। সদ্য এক সাক্ষাৎকারে তিনি যুবরাজের তাঁকে বলা একটি কথার বিষয়ে সকলকে জানান, যা তাঁর প্রতি যুবরাজের আস্থার ছবিটাও তুলে ধরে।
অভিষেক জানান যুবরাজ তাঁকে দেশের হয়ে ম্যাচ উইনার হওয়ার জন্য তৈরি করেছিলেন। তিনি বলেন, 'একদিন আমি আর শুভমন ওঁর সঙ্গে লাঞ্চ করছিলাম। শুভমন তো ভারতের হয়ে ততদিনে খেলছিলই। ওঁ আমায় তখন বলেন যে আমি তোকে ঘরোয়া ক্রিকেট বা আইপিএল বা জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তৈরি করছি না। আমি তোকে ভারতের হয়ে ম্যাচ জেতানোর জন্য তৈরি করছি। আমি লিখে দিতে পারি। দুই, তিন বছরের মধ্যে এমনটা হবেও, আমি নিশ্চিত।'
তিনি আরও যোগ করেন, 'এমন একজন যাঁকে আমি আমার গোটা জীবন নিজের আইডল মনে করে এসেছি, তাঁর যখন আমার প্রতি এই আস্থা ও ভরসা দেখি, তখন গোটাটা বুঝতে পারি। আমি নিশ্চিত ছিলাম আমার লক্ষ্যটা আরও অনেক বড় ছিল আর ঠিক করে নিয়েছিলাম, যাই হয়ে যাক, সেই লক্ষ্যে আমি পৌঁছবই।'
অভিষেক আরও যোগ করেন যুবরাজ প্রতিটি বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পছন্দ করেন এবং তিনি নিজে তাঁদের প্রতিটি ইনিংস থেকে নোট তৈরি করে অতীত পারফরম্যান্সের সঙ্গে তার তুলনা করতেন যাতে তফাৎ বা উন্নতিটা সহজে বোঝা যায়। 'গত বছরটা আমার জন্য গেমচেঞ্জার ছিল। আমরা ওঁর বাড়িতে ছয়, সাতজন মিলে বসে কথাবার্তা বলতাম। আমাদের শক্তি, দুর্বলতা এসব বিচার করে এক একটা পেপার পেতাম আমরা। ওঁ আমাদের ভিডিও দেখে, নোটস তৈরি করত এবং তার সঙ্গে আগের কী পার্থক্য হল তা খুঁটিয়ে দেখত। কেউ জানে না এটা, তবে ওঁ খুব নিখুঁতভাবে সবটা দেখেন। আমাদের অনুশীলনের সময় চার, পাঁচ ঘণ্টা নেটে দাঁড়িয়ে থাকতেন ওঁ। আমাদের রান্না করার জন্য আলাদা লোক ছিল, যে আমাদের ডায়েট অনুযায়ী খাবার তৈরি করত।', বলে জানান ভারতের তরুণ ভারতীয় ওপেনার।
এই বিষয়গুলিই কিন্তু অভিষেকের সাফল্যে যুবরাজের কতটা কৃতিত্ব, তা বোঝানোর জন্য যথেষ্ট। ভারতীয় সমর্থকরা আশা করবেন এমনভাবেই যাতে অভিষেকের ব্যাট কথা বলতে থাকবে এবং তিনি ভারতকে আরও অনেক ম্যাচ জেতাবেন।




















