U19 Asia Cup: আজানের শতরান, জিশানের ৪ উইকেট অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে সহজেই হারাল পাকিস্তান
IND vs PAK: ১৮ বল বাকি থাকতে আট উইকেট ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
দুবাই: অনূ্র্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup 2023) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) পরাজিত হল ভারতীয় ক্রিকেট দল। আজান আওয়িসের শতরান ও মহম্মদ জিশানের চার উইকেটে ভর করে পাকিস্তান সহজেই তিন ওভার বাকি থাকতে আট উইকেটে জয় পেল।
ভারতীয় দল এদিন শুরুতে ব্যাট করে। ৫০ রানের গণ্ডি পার করার আগেই ভারতের দুই উইকেট পড়ে গেলেও, ইনিংসের হাল ধরেন অধিনায়ক উদয় সাহারন এবং ওপেনার আদর্শ সিংহ। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন। দুইজনে ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৬২ রানেই নিজের উইকেট হারান আদর্শ। বড় পার্টনারশিপের পর মাত্র ১৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল।
উদয় দেখেশুনে নিজের ইনিংসে ভারতকে দুইশো রানের গণ্ডি পার করান। শেষের দিকে ভারতের হয়ে সচিন দাশ ৪২ বলে আক্রমণাত্মক ৫৮ রানের ইনিংস খেলেন। এই ত্রয়ীর ব্যাটিংয়ে ভর করেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৫৯ রান বোর্ডে তোলে। ২৬০ রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানি ব্যাটারদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে ভারতীয় দলের বোলারদের ছন্নছাড়া দেখায়।
পাওয়ার প্লেতে পাকিস্তান এক উইকেট হারিয়ে ৪৮ রান বোর্ডে তোলে। দ্বিতীয় উইকেটে শাজেব খান ও আজানের ১১০ রানের পার্টনারশিপ এরপর পাকিস্তানের জয়ের ভিত গড়ে। মুরগাণ অভিষেক দুই বাঁ-হাতি ব্যাটারের সেই পার্টনারশিপ ভাঙতে অবশেষে সক্ষম হন। শাজেব ৬৩ রানে সাজঘরে ফেরেন। তবে শাজেব আউট হলেও, আজান থামেননি। তিনি অধিনায়ক সাদ বাগের সঙ্গে এরপর শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন।
আজান ও সাদ নিশ্চিত করেন দল যাতে আর কোনও উইকেট না হারায়। তাঁদের অপরাজিত ১২৮ রানের পার্টনারশিপে পাকিস্তান হেসে খেলে ম্যাচ জিতে নেয়। ১৩০ বলে অনবদ্য় ১০৫ রান করে অপরাজিত থাকেন আজান। অধিনায়ক সাদ তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি শতরানের অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তাঁর ৬৮ রানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও একটি ছক্কায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: এক বলও খেলা সম্ভব হল না, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি