আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
AFG vs NZ: বিতর্ক আর বৃষ্টিতে ভারতের মাটিতে আফগানিস্তান বনাম নিউজ়িল্যান্ড টেস্ট শুরু করা নিয়েই প্রশ্ন
Afghanistan vs New Zealand: প্রথম ২ দিনের পর বুধবার, ম্যাচের তৃতীয় দিনের খেলাও ভেস্তে গেল বৃষ্টিতে। গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সের মাঠ খেলার অনুপযুক্ত হয়ে রয়েছে।

মাঠ শুকনোর চেষ্টা। - পিটিআই
Source : PTI
নয়ডা: মাঠ শুকোতে কখনও ব্যবহার হচ্ছে ব্লোয়ার। কখনও পাখা। তাও লাভ হল না। টানা বৃষ্টি আর ভেজা মাঠের জন্য কার্যত পণ্ড হতে বসেছে গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজ়িল্যান্ড (Afghanistan vs New Zealand) টেস্ট ম্যাচ।
প্রথম ২ দিনের পর বুধবার, ম্যাচের তৃতীয় দিনের খেলাও ভেস্তে গেল বৃষ্টিতে। গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সের মাঠ খেলার অনুপযুক্ত হয়ে রয়েছে। দুই দেশের একমাত্র টেস্ট আদৌ শুরু করা যাবে কি না, তা নিয়েই রয়েছে ধন্দ।
সারারাত ধরে বৃষ্টি হওয়ায় প্রথম দুদিনের খেলাও পণ্ড হয়েছিল। সকালে কোনও বৃষ্টি না হলেও মাঠ শুকনো যায়নি। মাঠ শুকনোর জন্য এমনকী, পাখাও চালানো হয়েছিল। মাঠের মাটির ভিতর জল ঢুকে গিয়ে বিপত্তি হয়। মাঠকর্মীরা হাজারো প্রয়াস করেও মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেননি।
ম্যাচের তৃতীয় দিনের ছবিটা আরও করুণ। কারণ, প্রবল বৃষ্টিতে গোটা মাঠই কভারে ঢেকে রাখতে হয়েছে। সারাদিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে ম্যাচ অফিশিয়ালরা অনেক আগেই দিনের খেলা বাতিল ঘোষণা করে দেন। দ্বিতীয় ও তৃতীয় দিন দুই দলের ক্রিকেটারেরা মাঠেও আসেননি। তবে প্রথম দুদিন সকালে কোনও বৃষ্টি না হওয়ার পরেও খেলা শুরু না হওয়ায় প্রশ্নের মুখে উদ্যোক্তারা। পিচ ও সংলগ্ন এলাকা ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত কভার ছিল না মাঠকর্মীদের হাতে। প্রায় গোটা মাঠই খোলা অবস্থায় ছিল। যে কারণে মুষলধারে হওয়া বৃষ্টিতে মাঠ ক্ষতিগ্রস্ত হয়।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে গ্রেটার নয়ডার এই স্পোর্টস কমপ্লেক্স আফগানিস্তানের হোমগ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে। আফগানিস্তানে অশান্ত পরিস্থিতির জন্য় যে সমস্ত দেশ সেখানে খেলতে যেতে রাজি হয় না, তারা গ্রেটার নয়ডার এই মাঠেই আফগানদের বিরুদ্ধে খেলে। এখনও পর্যন্ত এই মাঠে ১১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। যার মধ্যে রয়েছে ৬টি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ান ডে ম্যাচ। তবে টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল এই প্রথমবার।
ম্যাচ শুরু করা না গেলেও মাঠকর্মীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে আফগান ক্রিকেট বর্ডের তরফে লেখা হয়েছে, 'কাউকে দোষারোপ করার ব্যাপারই নেই। ভাগ্য খারাপ বলেই এই পরিস্থিতি।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















