আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Argentina vs Colombia: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার
Lionel Scaloni: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে হোঁচট খেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। মঙ্গলবার তাদের ২-১ গোলে হারাল কলম্বিয়া (Argentina vs Colombia)।
বুয়েনস আইরেস: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে হোঁচট খেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। মঙ্গলবার তাদের ২-১ গোলে হারাল কলম্বিয়া (Argentina vs Colombia)। ৫ বছরের মধ্যে এটা আর্জেন্তিনার মাত্র তৃতীয় হার।
ম্যাচটি অবশ্য বিতর্কমুক্ত ছিল না। একটি ভার প্রযুক্তির সাহায্যে নেওয়া সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। যা নিয়ে ম্যাচের শেষে মুখ খুললেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। তিনি বলেছেন, 'আমি কিছু বললেই ওরা বলবে আমরা জানি না কীভাবে হারতে হয়। কলম্বিয়াকে অভিনন্দন। আমরা ভাল ফুটবল খেলেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। নিজেদের সেরাটা দিয়েছি। ম্য়াচটা জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না। পেনাল্টিটার পর আমরা আর খেলিইনি। সেটাই আমাকে ভাবিয়েছে। সেটাই আমি দেখেছি।'
স্কালোনি আরও বলেছেন, 'কলম্বিয়ার দারুণ সব ফুটবলার রয়েছে। ওদের বিরুদ্ধে খেলাটা বেশ কঠিন। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল কিন্তু সেটা পারিনি। আমরা সব সময় বল তাড়া করতে পছন্দ করি। গোলের আগে শেষ কয়েক মিটার কার্যকরী থাকার চেষ্টা করি। সেটাই পারিনি আজ। আমাদের সেই দিকগুলো শুধরে নিতে হবে।'
ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন মসকেরা (Mosquera)। ম্য়াচের প্রথমার্ধ শেষ হয় আর্জেন্তিনা ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায়। বিরতির পরই অবশ্য সমতা ফেরান নিকো গঞ্জালেস। ৪৮ মিনিটে তিনি ১-১ করে দেন।
তবে এরপরই বিতর্ক বাঁধে। ৫৩ মিনিটের মাথায় আর্জেন্তিনার বক্সে ফাউল করেছেন নিকোলাস ওতামেন্দি, এই অভিযোগ করে পেনাল্টির আবেদন করেন কলম্বিয়ার ফুটবলাররা। রেফারি কর্ণপাত করেননি। খেলা চলতে থাকে। তার ২ মিনিট পরে কলম্বিয়ার ফুটবলার মুনোজের দাবি মেনে ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। গোল করে ২-১ করে দেন হামেজ রদ্রিগেজ।
Full time in Barranquilla.
— Selección Argentina in English (@AFASeleccionEN) September 10, 2024
🇨🇴 Colombia 2 🆚 1 Argentina 🇦🇷#ArgentinaNT pic.twitter.com/02wotBboDy
যা নিয়ে স্কালোনি বলেছেন, 'রেফারি যে রিপ্লে দেখেছেন, তাতে হয়তো মনে হয়েছে ওখানে স্পর্শ হয়েছিল, কিন্তু শুরু থেকে কী হয়েছে দেখা উচিত ছিল। সেটাই তো শর্ত।'
আরও পড়ুন: প্রয়াত বঙ্গ টেবিল টেনিসের প্রাণপুরুষ জয়ন্ত পুশিলাল
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement