Hardik Natasa Divorce: হার্দিকের সঙ্গে ডিভোর্সের পর অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় নাতাশা, কীভাবে কাটছে সময়?
Natasa Stankovic: সার্বিয়ায় কেমন করে সময় কাটছে নাতাশার? সেই ছবিও নাতাশা তুলে ধরেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁকে দেখা গিয়েছে জিমে সময় কাটাতে। মডেল নাতাশা বরাবরই ফিটনেস নিয়ে সচেতন।
![Hardik Natasa Divorce: হার্দিকের সঙ্গে ডিভোর্সের পর অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় নাতাশা, কীভাবে কাটছে সময়? After divorce announcement with Hardik Pandya Natasa Stankovic Shares Photo From Serbia with son Agastya Hardik Natasa Divorce: হার্দিকের সঙ্গে ডিভোর্সের পর অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় নাতাশা, কীভাবে কাটছে সময়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/733a96e1e0546135eef5eac16af3b90d172140636947850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যৌথ বিবৃতি দিয়ে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও নাতাশা স্ত্যাঙ্কোভিচ (Natasa Stankovic) বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন ২৪ ঘণ্টাও কাটেনি। শুক্রবার সার্বিয়া থেকে ছবি পোস্ট করলেন নাতাশা। বুঝিয়ে দিলেন, ভারতের সঙ্গে সম্পর্কই কার্যত চুকেবুকে গিয়েছে তাঁর। আপাতত নিজের দেশ সার্বিয়ায় ফিরে গিয়েছেন মডেল-অভিনেত্রী।
শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলে অগ্যস্তর একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন নাতাশা। সেখানে অগ্যস্তকে দেখা গিয়েছে বল নিয়ে খেলা করতে। আর একটা ব্যাপারও স্পষ্ট হয়ে গিয়েছে। হার্দিক ও নাতাশার পুত্র অগ্যস্ত রয়েছে সার্বিয়াতেই। মায়ের সঙ্গে।
সার্বিয়ায় কেমন করে সময় কাটছে নাতাশার? সেই ছবিও নাতাশা তুলে ধরেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁকে দেখা গিয়েছে জিমে সময় কাটাতে। মডেল নাতাশা বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। দেশে ফিরে জিমে সময় কাটাচ্ছেন। সঙ্গে মানসিক চাপ কাটানোর জন্য বেছে নিয়েছেন সাইক্লিং। নিজের সাইকেলের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাশা। তারপর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে নাতাশাকে দেখা যাচ্ছে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে সাইক্লিং করতে। সার্বিয়ার রাস্তায়।
হার্দিক ও নাতাশার সম্পর্কের অবনতি ও সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছিল। কারণ, দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। হার্দিক আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ম্যাচেই মাঠে দেখা যায়নি নাতাশাকে। এমনকী, ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর হার্দিককে নিদেনপক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনও অভিনন্দনও জানাননি নাতাশা। যা থেকে জোর জল্পনা চলছিল হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে।
View this post on Instagram
অবশেষে বৃহস্পতিবার সব জল্পনায় সিলমোহর দেন হার্দিক ও নাতাশা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, বিচ্ছেদ হয়েছে তাঁদের। পুত্র অগ্যস্তকে দুজনে মিলে মানুষ করার কথাও জানান হার্দিক ও নাতাশা। যদিও আপাতত মায়ের কাছেই রয়েছে খুদে অগ্যস্ত।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)