Virat Kohli: ইংল্যান্ড সফরের আগেই টেস্ট থেকে অবসর নিতে চান, বোর্ডকে চিঠি বিরাটের
Virat Kohli Retirement: যদিও বোর্ড কর্তারা কোহলিকে তাঁর সিদ্ধান্ত দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ।

নয়াদিল্লি: রোহিত শর্মা গত বুধবারই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার তাঁরই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। লাল বলের ফর্ম্য়াটকে বিদায় জানাতে চাইছেন কিং কোহলিও। এই মর্মে তিনি বিসিসিআইকে চিঠিও পাঠিয়েছেন। যদিও বোর্ড কর্তারা কোহলিকে তাঁর সিদ্ধান্ত দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। তার আগে এভাবে রোহিতের পর বিরাটও যদি অবসর নিয়ে নেন, তবে কিন্তু ভারতীয় দল খানিকটা চাপেই পড়ে যাবে।
বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''বিরাট তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিসিআইকে। যদিও তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।'' ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে পারথ টেস্টে শতরান হাঁকিয়েছিলেন কোহলি। কিন্তু এরপর বাকি চার টেস্টে রান পাননি। এছাড়াও বাংলাদেশ ও নিউজ্ল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও ফর্মে ছিলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। এখনও পর্যন্ত লাল বলের ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে ১২৩ ম্য়াচ খেলে ৯২৩০ রান করেছেন বিরাট। ৪৬.৮৫ গড়ে ব্য়াটিং করেছেন তিনি। ঝুলিতে পুরেছেন ৩০টি শতরান ও ৩১টি শতরান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পরই মাঠ থেকেই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছিলেন। সেদিনই সাংবাদিক বৈঠকের পরে রোহিতও টি-টােয়েন্টিকে বিদায় জানান। এবার টেস্টে হিটম্য়ানের অবসরের সিদ্ধান্ত নেওয়ার দুদিনের মধ্যেই বিরাটও বোর্ডকে জানিয়ে দিলেন যে তিনিও টেস্টে আর খেলতে চান না দেশের জার্সিতে।
রোহিতকে খোঁচা মঞ্জরেকরের
রোহিত শর্মা নাকি টেস্টে ওপেনার হিসেবে আর যোগ্য ছিলেন না জাতীয় দলে, এমনটাই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। নিজের সোশ্য়াল মিডিয়ায় রোহিতের সাম্প্রতিক সময়ের টেস্টে পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''রোহিতের শেষ ১৫ ইনিংস রান সংখ্যা ১৬৫। এর মধ্য়ে ১০টি ইনিংস ভারতের মাটিতে খেলা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই শেষ ১৫ ইনিংসে রোহিতের গড় ১০.৯। আমার মতে রোহিত শর্মার টেস্ট ওপেনার হিসেবে দিন শেষ। তাই...'' এই পোস্টের মাধ্যমে মঞ্জরেকর এটাই বোঝাতে চেয়েছেন যে রোহিত যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনও ভুল নয়।
আরও পড়ুন: নাইটদের আইপিএলে খারাপ পারফরম্য়ান্সের জন্য পুরোপুরি রাহানেকেই দায়ী করলেন এই বিশ্বজয়ী




















