Indian Cricket Team: রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
Ravindra Jadeja Retirement: ভারতীয় জার্সিতে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রবীন্দ্র জাডেজা ৫৪টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫১৫ রান করেছেন।
বার্বাডোজ: বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup 2024) হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। এই দুই মহাতারকা পথেই হাঁটলেন আরও এক বিশ্বজয়ী। রোহিতদের মতোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)।
সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের অবসরের কথা ঘোষণা করে জাডেজা লেখেন, 'অনেক স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি নিজের দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছে এবং বাকি ফর্ম্যাটে তেমনটাই করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি। সব স্মৃতি, সমর্থন এবং আমার হয়ে গলা ফাটানোর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র জাডেজা।'
View this post on Instagram
ভারতের হয়ে ২০০৯ সালে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছিলেন জাডেজা। তারপর থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রবীন্দ্র জাডেজা ৫৪টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫১৫ রান করেছেন। জাতীয় দলের হয়ে ছয় ছয়টি বিশ ওভারের বিশ্বকাপেও অংশগ্রহণ করেছেন তারকা অলরাউন্ডার। শেষমেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজের প্রথম বিশ্বখেতাব আসে তাঁর ঝুলিতে। আর এই খুশির মুহূর্ত দিয়েই নিজের আন্তর্জাতিক বিশ ওভারের কেরিয়ার শেষ করলেন ৩৫ বছর বয়সি তারকা ক্রিকেটার।
বিশের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের হয়ে জাডেজা ব্যাট হাতে মাত্র দুই রান করেন। বল হাতে এক ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ১২ রান। শুধু ফাইনাল নয়, ব্যক্তিগতভাবে এবারের গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপটা জাডেজার খুব একটা ভাল কাটেনি। তবে ব্যক্তিগতভাবে ভাল না গেলেও শেষটা কিন্তু তিনি স্বপ্নের মতোই করলেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত, বিরাটের মতো জাডেজাও কিন্তু বাকি দুই ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা চালিয়ে যাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ও দায়িত্ব নিলে...' দ্রাবিড় পরবর্তী জমানায় কে হবেন ভারতীয় কোচ? পূর্বাভাস দিলেন বোর্ড সভাপতি