Indian Cricket Team: এশিয়া কাপের দল নির্বাচনের পরেই আগরকরদের নির্বাচকমণ্ডলীতে বদল! যুক্ত হচ্ছেন প্রাক্তন স্পিনার?
BCCI: বিসিসিআইয়ের তরফে পুরুষ ও মহিলাদের সিনিয়র নির্বাচকমণ্ডলী ও পুরুষদের জুনিয়র নির্বাচকের পদে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মুম্বই: দিন দু'য়েক আগেই অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় (Indian Cricket Team) নির্বাচকমণ্ডলী বহু প্রতীক্ষিত এশিয়া কাপের দল ঘোষণা করেছে। সেই দলে নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের বিভিন্ন মহলে তর্ক, বিতর্ক চলছে। এরই মাঝে বড় খবর সামনে এল। ভারতীয় নির্বাচকমণ্ডলীতে যুক্ত হতে পারেন প্রাক্তন স্পিনার।
বর্তমানে পুরুষদের নির্বাচকমণ্ডলীতে অজিত আগরকর তো রয়েইছেন, পাশাপাশি শিবসুন্দর দাস, সুব্রত বন্দোপাধ্যায়, অজয় রাত্রা ও এস শরথ রয়েছেন। তবে তা সত্ত্বেও এই নির্বাচকমণ্ডলীতে দুইটি স্থান ফাঁকা রয়েছে। সেই স্থান ভরাটের জন্যই আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিসিসিআইয়ের তরফে ডাক দেওয়া হয়েছে। পিটিআইকে এক বিসিসিআই আধিকারিক জানান, 'নির্বাচকদের চুক্তি প্রতি বছর বছর নবীকরণ করা হয়। আমরা এখনও কোন কোন নির্বাচককে বদল করা হবে, তা সিদ্ধান্ত নিইনি। তবে সিদ্ধান্তটা দ্রুতই নেওয়া হবে।'
শুধুমাত্র পুরুষ দলের নির্বাচক নয়, মহিলা দলেরও চার নতুন নির্বাচক যুক্ত হবেন। নির্বাচক হওয়ার ক্ষেত্রে কিন্তু যোগ্যতার মাপকাঠি একই রাখা হয়েছে। যাঁরা নির্বাচকের পদে আবেদন করবেন, তাঁদের অন্তত সাতটি টেস্ট ম্যাচ বা ৩০ প্রথম শ্রেণির ম্য়াচ খেলা বাধ্যতামূলক। এছাড়াও ১০টি বা ২০টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলা প্রাক্তনীরাও এই পদের জন্য বিবেচ্য হবেন। শোনা যাচ্ছে ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা দক্ষিণাঞ্চল থেকে ভারতীয় দলের নতুন নির্বাচক হিসাবে নিযুক্ত হতে পারেন।
NEWS - BCCI invites applications for positions on its Senior Men’s, Women’s, and Junior Men’s Selection Committees.
— BCCI (@BCCI) August 22, 2025
More details here - https://t.co/VwyzZNsU9t pic.twitter.com/is3xfvs53c
তবে খবর অনুযায়ী নির্বাচকমণ্ডলী থেকে যেই বাদ যান না কেন, অজিত আগরকর কিন্তু প্রধান নির্বাচক হিসাবে নিজের দায়িত্ব বহাল থাকছেন। আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীই ভারতীয় বিশ্বজয়ী টি-টোয়েন্টি দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দল নির্বাচিত করেন। এই সাফল্যের কথা মাথায় রেখেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে বলেই শোনা যাচ্ছে। আগরকর নাকি ইতিমধ্যই বিসিসিআইয়ের সঙ্গে নতুন চুক্তি সই করে ফেলেছেন। এ বছরের আইপিএলের আগেই বিসিসিআইয়ের সঙ্গে আগরকর নতুন চুক্তি সই করে ফেলেছেন।
সিনিয়র পুরুষ ও মহিলা দলের পাশাপাশি পুরুষদের জুনিয়র নির্বাচন কমিটির জন্য়ও আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। এই ব্যক্তি সম্ভবত বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২২ পর্যন্ত) দলের প্রধান নির্বাচকের ভূমিকা পালন করবেন। দলের বিভিন্ন শিবির, সফর এবং টুর্নামেন্টর জন্য দল বাছাই করবেন এই নির্বাচক।




















