IND vs ENG 4th Test: আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ের জবাবে রুটের পরিপক্ক শতরান, প্রথম দিনশেষে রাঁচিতে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭
India vs England 4th Test: বল হাতে আকাশ দীপ প্রথম দিনে তিন উইকেট নেন। জো রুট অপরাজিত রয়েছেন ১০৬ রানে।
রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিনে ৯০ ওভারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। দিনের শুরুটা যেখানে আকাশ দীপের (Akash Deep) বিধ্বংসী বোলিং দিয়ে হয়েছিল, শেষটা সেখানে হল জো রুটের (Joe Root) পরিপক্ক ব্যাটিং দিয়ে। রাঁচিতে প্রথম টেস্টের প্রথম দিনের খেলাশেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭।
এদিন টস জিতে সম্ভবত অতীতে পরিসংখ্যান দেখেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতীয় দলে যশপ্রীত বুমরার বদলি হিসাবে এদিন নিজের অভিষেক ঘটানোর সুযোগ পান আকাশ দীপ। ৩১৩তম ভারতীয় টেস্ট ক্রিকেটার হন আকাশ দীপ। চতুর্থ ভারতীয় হিসাবে চলতি সিরিজ়ে অভিষেক ঘটান তিনি। রাহুল দ্রাবিড় তাঁর মাথায় ভারতের টুপি তুলে দেন।
শুরুটা কিছুটা দুর্ভাগ্যজনকই হয় ডান হাতি ফাস্ট বোলারের। জ্যাক ক্রলি স্টাম্প ভাঙলেও, আম্পায়ার সেটিকে নো দেন। ফলে অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক উইকেট হাতছাড়া হয় আকাশের। কিন্তু তিনি হতাশ হননি। আগ্রাসী ক্রলি ও বেন ডাকেটের হু হু করে বেড়ে চলা ওপেনিং পার্টনারশিপে বিরাম লাগান আকাশ দীপই। ডাকেটকে আউট করেন তিনি। ২৭ বছর বয়সি ফাস্ট বোলার একই ওভারে অলি পোপকেও আউট করেন। অল্পের জন্য রক্ষা পান জো রুট।
তবে প্রথমবার জীবনদান পেলেও আকাশের বলেই বোল্ড হন সেট ক্রলি। নো বলে প্রথমবারের বোল্ড এবং এই বোল্ড কার্যত একে অপরের কার্বন কপি। দুরন্ত ইনসুইংয়ে ক্রলির অফস্টাম্প ছিটকে দেন আকাশ। প্রথম সেশনেই ইংল্যান্ড টপ অর্ডারকে নাস্তানাবুদ করেন তিনি। বিধ্বংসী ফাস্ট বোলিংয়ের পর সেশনের শেষটা করেন স্পিনাররা। অশ্বিন ও জাডেজা একটি করে উইকেট নেন। ১১২ রানে পাঁচ উইকেটে প্রথম সেশন শেষ করে ইংল্যান্ড।
কিন্তু দ্বিতীয় সেশনে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বেন ফোকস এবং জো রুট। প্রথম সেশনে যেখানে ইংল্যান্ড পাঁচ-পাঁচটি উইকেট হারিয়েছিল। সেখানে দ্বিতীয় সেশনে দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন রুট-ফোকস। ৩৬.৫ ওভারে খানিকটা দেখেশুনেই ব্যাটিং সারলেন দুইজনে। ২.৩৩ রান প্রতি ওভারে দ্বিতীয় সেশনে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়েই ৮৬ রান যোগ করল। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৮/৫। রুট ৬৭ ও ফোকস ২৮ রানে ব্যাট ক্রিজে উপস্থিত রয়েছেন। এই প্রথমবার গোটা সিরিজ়ের কোনও সেশন ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে ব্যর্থ হয় ভারত।
দেখতে দেখতেই শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেন দুইজনে। ইংল্যান্ড দু'শো রানের গণ্ডিও পার করে ফেলে। অবশেষে ফোকস ও রুটের ১১৩ রানের ষষ্ঠ উইকেটের পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজ। অর্ধশতরানের দোরগোড়ায় ৪৭ রানে আউট হন ফোকস। এরপর টম হার্টলির উইকেটও ওড়ান তিনিই।
তবে রুট নিজের লড়াই চালিয়ে যান। দেখতে দেখতে কেরিয়ারের ৩১তম শতরানটি পূর্ণ করেন রুট। তাঁকে যোগ্য সঙ্গ দেন অলি রবিনসন। দুইজনে মিলে দিনের শেষে অপরাজিত হাফসেঞ্চুরির পার্টনারশিপ গড়ে ফেলেন দুইজনে। দিনের শেষে রবিনসন ৩১ ও রুট ১০৬ রানে অপরাজিত রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রাক্তন অধিনায়কের শহরে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রোহিতের, মাইলফলক স্পর্শের হাতছানি যশস্বীরও