WI vs ENG: দু'বছর পর নিজের প্রত্যাবর্তন ম্যাচেই ব্যাটে, বলে অনবদ্য রাসেল, জয় পেল ওয়েস্ট ইন্ডিজ়
Andre Russell: রাসেল বল হাতে ১৯ রানের বিনিময়ে তিন উইকেট নেন। ব্যাট হাতে ১৪ বলে করেন অপরাজিত ২৯ রান।
বার্বাডোজ: দুই বছরেরও অধিক সময় ধরে জাতীয় দলের হয়ে সুযোগ পাননি। তবে সুযোগ পেয়েই বাজিমাত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (WI vs ENG 1st T20I) ব্যাটে, বলে নিজের দক্ষতা প্রদর্শন করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। নিজের প্রত্যাবর্তন ম্যাচেই জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্য়াট হাতে ১৪ বলে অপরাজিত ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তারকা অলরাউন্ডার।
এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্যাট করতে নেমে ইংল্যান্ড কিন্তু শুরুটা একেবারে দুর্দান্তভাবে করে। পাওয়ার প্লেতেই ফিল সল্ট এবং জস বাটলার দুরন্ত ব্যাটিং করে ৭৭ রান তুলে ফেলেন। আন্দ্রে রাসেলই সল্টকে ৪০ রানে সাজঘরে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে প্রথম সাফল্য এনে দেন। জস বাটলারও অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি। তিনি ৩৯ রানে সাজঘরে ফেরেন।
দুই ওপেনার বাদে ইংল্যান্ডের হয়ে কেবল লিয়াম লিভিংস্টোনই মিডল অর্ডারে খানিকটা লড়াই করেন। তিনি ২৭ রানের ইনিংস খেলেন। অভূতপূর্বভাবে ৭৩ রানের ব্যবধানে নয় উইকেট হারিয়ে ১৭১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রাসেল বাদেও আলজারি জোসেফ তিনটি উইকেটে নেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা সকলেই শুরুটা ভাল করলেও, কেউই বড় রানের ইনিংস খেলতে পারছিলেন না। শেষমেশ রাসেলই গুরুত্বপূর্ণ সময়ে দুই চার ও ছক্কার সুবাদে ২৯ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ়ের জয় সুনিশ্চিত করেন। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
এটিই কেনসিংটন ওভালে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সফলভাবে তাড়া করা সর্বোচ্চ রান। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে এসে রাসেল জানান যে আজকের ম্যাচে তিনি যে ভাবে পরিকল্পনা করেছিলেন, গোটা বিষয়টাই ঠিক তেমনভাবেই গিয়েছে। 'দলে পুনরায় ডাক পাওয়ার পর বিগত দুই সপ্তাহ ধরেই আমি স্বপ্ন দেখছিলাম যে আমি প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হব। কীভাবে হবে জানতাম না, তবে আশায় ছিলাম।' বার্বাডোজে অতীতে খেলার অভিজ্ঞতা যে তাঁকে সাহায্যই করেছে, সেকথাও মেনে নিয়েছেন তারকা ওয়েস্ট ইন্ডিজ় অলরাউন্ডার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ওরা যে ক্রিকেটটা খেলল..... ম্যাচ হেরে প্রতিপক্ষকে প্রশংসায় ভরালেন অধিনায়ক সূর্যকুমার