Ashes 2025: কিংবদন্তি আক্রমকে টেক্কা, গাব্বায় নতুন মাইলস্টোন স্পর্শ করলেন মিচেল স্টার্ক
Mitchell Starc Record: প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট ঝুলিতে পুরেছিলেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম টেস্টে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি অজি পেসার।

ব্রিসবেন: চলতি অ্য়াশেজের শুরু থেকেই বল হাতে আক্রমণাত্মক মিচেল স্টার্ক। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের সামনে তিনি রীতিমত ত্রাস হয়ে উঠেছেন। দিন রাতের গোলাপি বলের টেস্টেও তার কোনও ব্যতিক্রম হল না। গাব্বায় প্রথম দিনের শেষে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন অজি পেসার। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি ওয়াসিম আক্রমকে টেক্কা দিয়ে দিলেন স্টার্ক।
হ্যারি ব্রুক, বেন ডাকেট, ওলি পোপের উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই এক মাইলস্টোন গড়ে ফেলেন স্টার্ক। টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব এখন স্টার্কের দখলেই। তিনি টেক্কা দিলেন প্রাক্তন পাক কিংবদন্তিকে। ১০২ টেস্টে এই মুহূর্তে আক্রম ঝুলিতে পুরেছেন মোট ৪১৫ উইকেট। কেরিয়ারে ১৭ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন স্টার্ক। ৩ বার ম্য়াচে ১০ উইকেট নিয়েছেন।
View this post on Instagram
টেস্টে ১০৪ ম্যাচে মোট ৪১৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন আক্রম। স্টার্ক কিন্তু দুটো ম্য়াচ কম খেলেই আক্রমকে টেক্কা দিয়ে দিলেন। চলতি অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট ঝুলিতে পুরেছিলেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম টেস্টে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি অজি পেসার।
এদিকে গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া একাদশের বাইরেই রাখা হয়েছিল প্য়াট কামিন্সকে। তাঁকে ছাড়াই দল সাজানো হয়েছিল। সেক্ষেত্রে স্টিভ স্মিথই এই ম্য়াচে নেতৃত্ব দিচ্ছেন অজি শিবিরকে। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে স্টার্কের পাশাপাশি রয়েছেন স্কট বোল্যান্ড ও মাইকেল নেসার। শুরু থেকেই স্টার্কের বােলিংয়ের বিরুদ্ধে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড ব্যাটাররা। শুধু ব্যতিক্রমী ছিলেন জো রুট। তিনি উল্টোদিকে থিতু হচ্ছিলেন ক্রিজে।
সিরাজের সমর্থনে মুখ খুললেন আকাশ
দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতের হারের পর দলের বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে আকাশ চোপড়া লিখেছেন, ''কেউ কি জানেন যে মহম্মদ সিরাজের সঙ্গে কী হয়েছে? আমি সত্যিই জানি না। আমি নিজে এটা বিশ্বাসই করতে পারি না যে সিরাজ ওয়ান ফর্ম্য়াট প্লেয়ার। টেস্ট ক্রিকেটে ও ধারাবাহিকভাবে খেলছে। ওর ক্রিকেটের প্রতি প্যাশন ও উইকেট তোলার ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। তাহলে কেন ওয়ান ডে ফর্ম্য়াটে খেলানো হচ্ছে না সিরাজকে।''




















