IND Vs NEP, Innings Highlights: দুরন্ত শুরুর পর ভারতকে ম্যাচে ফেরালেন জাডেজা, ২৩০ রানে অল আউট নেপাল
IND Vs NEP: নেপালের ওপেনাররা ৬৫ রানের পার্টনারশিপে ইনিংসের শুরুটা করেন।
ক্যান্ডি: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধে নেপালের (IND vs NEP) হয়ে আসিফ শেখ (Aasif Sheikh) ও কুশল ভুর্তেল শুরুটা দুরন্তভাবে করলেও ২৩০ রানেই শেষ হল তাঁদের লড়াই। আসিফ অবশ্য ৫৮ রানের ইনিংসে সকলকে প্রভাবিত করেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) তিনটি করে উইকেট নেন।
ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সম্ভবত সেই কথা মাথায় রেখেই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যশপ্রীত বুমরা সন্তানের জন্মের জন্য দেশে ফেরায় ভারতীয় দল বাধ্য হয়েই একাদশে একটি বদল ঘটায়। বুমরার বদলে একাদশে সুযোগ পান মহম্মদ শামি। শুরুটা কিন্তু বল হাতে ভারতীয় দল একেবারেই ভাল করেনি। ইনিংসের প্রথম পাঁচ ওভারেই তিন তিনটি ক্যাচ ফেলেন কোহলিরা। ভুর্তেল অত্যন্ত আগ্রাসীভাবে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করছিলেন। নবম ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে নেপাল।
তবে বল হাতে নিয়েই ভারতকে কাঙ্খিত সাফল্যে এনে দেন শার্দুল ঠাকুর। ভুর্তেলের ২৫ বলে ৩৮ রানের ইনিংস সমাপ্ত করেন তিনি। ৬৫ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। ভারতীয় স্পিনাররা বল হাতে তুলে নিতেই ম্যাচের রঙ বদলাতে থাকে। ভীম শার্কি ও নেপাল অধিনায়ক ডেভিড পউডেলকে যথাক্রমে সাত ও পাঁচ রানে সাজঘরে ফেরান জাডেজা। শতরানের গণ্ডি পার করার পরেই নেপালকে চতুর্থ ধাক্কাও দেন জাডেজাই। এবার তাঁর শিকার কুশল মল্লা। দুই রানে সাজঘরে ফেরেন কুশল।
অপরপ্রান্তে পরপর উইকেট পরলেও, আরেক ওপেনার আসিফ কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। ৮৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন তিনি। পরপর ওভারে দুই উইকেট নিয়ে নেপালকে চাপে ফেলে দেন মহম্মদ সিরাজ। আসিফ ৫৮ ও গুলশন ঝা ২৩ রানে আউট হন। তবে ছয় উইকেট হারিয়ে ফেললেও লড়াই ছাড়েনি নেপাল। দীপেন্দ্র আইরি ও সোমপাল কামি সপ্তম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তবে ঠিক তারপরেই আইরিকে ২৯ রানে ফেরান হার্দিক পাণ্ড্য। সোমপাল ৪৮ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তিন রানের ব্যবধানে শেষ তিন উইকেট তুলে নিয়ে নেপালকে ২৩০ রানেই অল আউট করে দেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মুরলিধরনের বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আনবেন সচিন তেন্ডুলকর!