Asia Cup 2023: ফাইনালেও বৃষ্টির ভ্রূকুটি, ম্যাচ ভেস্তে গেলে ভারত না শ্রীলঙ্কা কোন দল জিতবে খেতাব?
India vs Sri Lanka: ভারত ও শ্রীলঙ্কার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে টুর্নামেন্টের দুই সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। এই টুর্নামেন্টকে বিশেষজ্ঞরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন। বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপ জয় যে নিঃসন্দেহে যে কোনও দলেরই আত্মবিশ্বাস বাড়াবে, সেই নিয়ে দ্বিমত নেই। তবে ফাইনাল ম্যাচে কিন্তু বাঁধার সৃষ্টি করতে পারে বৃষ্টি।
এই গোটা টুর্নামেন্টে প্রায় সব ম্য়াচেই বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্য়াচ বৃষ্টির জেরে বাতিল হয়। দুই দলের সুপার ফোরের ম্যাচও গড়ায় রিজার্ভ ডেতে। পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টিতে কমে ৪২ ওভারের হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালেও বৃষ্টি হতে পারে। রবিবার কলম্বোতে প্রায় ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ম্যাচ চলাকালীনই দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে যদি ফাইনাল ভেস্তে যায়, তাহলে কোন দল জিতবে টুর্নামেন্ট?
আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ওয়ান ডে ম্যাচে দুই দল অন্তত ২০ ওভার করে না ব্যাট করতে পারলে ম্যাচ বাতিল ঘোষিত হয়। তবে এশিয়া কাপের সিংহভাগ ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও, ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের মতো ফাইনালেও রয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ রবিবার, দুই দল অন্তত ২০ ওভার না ব্যাট করতে পারলে, ম্যাচ যেখানে থামবে, সোমবার সেখান থেকেই আবার শুরু হবে। যদি সোমবারও বৃষ্টির জেরে খেলা সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে ভারত ও শ্রীলঙ্কা, উভয় দলকেই যুগ্ম বিজেতা হিসাবে ঘোষণা করা হবে।
এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বড় টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ট্রফি ভাগাভাগির দৃশ্য কিন্তু এর আগেও দেখেছে ক্রিকেটবিশ্ব। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বীপরাষ্ট্রেই সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়েছিল। সেই টুর্নামেন্টেরও একাধিক ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-শ্রীলঙ্কাই মুখোমুখি হয়েছিল। তবে রিজার্ভ ডেতেও ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় সেবার ভারত ও শ্রীলঙ্কাকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজেতা ঘোষণা করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, খেতাবি লড়াইয়ে ভাঙতে পারে একাধিক রেকর্ড