SL vs BAN: পিতৃবিয়োগের শোক সঙ্গে করেই শ্রীলঙ্কান যোগ দিলেন ভেল্লালাগে, বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন তিনি?
Dunith Wellalage: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষের পরেই দুনিথ ভেল্লালাগে তাঁর পিতৃবিয়োগের কথা জানতে পারেন।

দুবাই: আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2025) 'সুপার ফোর'-র লড়াই। প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে শ্রীলঙ্কার শক্তি বাড়ল। দলে যোগ দিলেন তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে (Dunith Wellalage)। ঠিক যেমন ১৯৯৯ সালে সচিন তেন্ডুলকর করেছিলেন বা রঞ্জি ম্যাচে বিরাট কোহলির করার কথা শোনা যায়, তেমনই পিতৃবিয়োগের প্রবল যন্ত্রণার নিয়ে দলের হয়ে আবার মাঠে নামতে তৈরি ২২ বছরের তরুণ তুর্কি।
গত বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বরের রাতটা ভেল্লালাগে পরিবারের জন্য দুঃস্বপ্নের কাটে বললেও কম বলা হবে। ম্য়াচে মহম্মদ নবির বিরুদ্ধে পাঁচ ছক্কা হজম করেন ভেল্লালাগে। চার ওভারে ৪৯ রান দেন তিনি। শ্রীলঙ্কানরা আফগানিস্তানকে সেই ম্যাচ হারাতে সক্ষম হলেও, ম্যাচশেষে দলের সেলিব্রেশনের সময় ভেল্লালাগের জন্য ভেসে আসে দুঃসংবাদ। ২২ বছর বয়সি ক্রিকেটারের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে ওইদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মাত্র ৫৪ বছর বয়সেই সব মায়া ত্যাগ করেন।
দলের ম্যানেজার ও কোচ সনৎ জয়সূর্যকে সাইড স্ক্রিনের পাশে ভেল্লালাগেকে আলাদাভাবে ডেকে নিয়ে শোকবার্তা দিতে দেখা যায়। মুহূর্তেই তরুণের মুখের ভাবভঙ্গিমা বদলে যায়। কোনওক্রমে মাঠে রাখা নিজের ব্যাট নিয়ে ধীরে ধীরে সাজঘরে ফিরে যান ভেল্লালাগে। একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে এমন জোড়া ঘটনা যে কাউকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। তবে তরুণ ভেল্লালাগে কিন্তু ভেঙে পড়েননি। তিনি এই খবর শোনার সঙ্গে সঙ্গেই দেশে ফিরে গিয়েছিলেন। তবে গতকালই শ্রীলঙ্কান বোর্ডের তরফে জানানো হয় ভেল্লালাগে শনিবার দলে পুনরায় যোগ দেবেন।
Dunith Wellalage, who returned home to pay his last respects to his late father, will rejoin the team tomorrow morning.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 19, 2025
He will travel to the UAE tonight accompanied by Team Manager Mahinda Halangode.
Sri Lanka will begin its Super Four stage campaign of the ongoing tournament… pic.twitter.com/ST16buupH3
সেই মতোই বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার সুপার ফোরের ম্য়াচের আগেই আজ সকালে দুবাইয়ে ফিরে গিয়েছেন ভেল্লালাগে। এই গোটা সফরে তাঁর সঙ্গে দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদেও ছিলেন। তাঁর সঙ্গেই ভেল্লালাগে দেশে ফেরেন এবং সেখান থেকে আবার মরুদেশে ফিরে আসেন। এবার দেখার ভেল্লালাগে আজ রাতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দ্বীপরাষ্ট্রের একাদশে সুযোগ পান কি না। তবে যাই হোক, তাঁর দলের প্রতি দায়বদ্ধতা এবং পেশাদারিত্বকে কিন্তু সকলেই কুর্নিশ জানাচ্ছেন।




















