Asia Cup 2025: 'এত বাজে ভাবে হারাবে না...' এশিয়া কাপে কোনও মতেই ভারত-পাকিস্তান ম্যাচ চান না ভীত পাক প্রাক্তনী
India vs Pakistan: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্য়াচ খেলা নিয়ে বহু বিশেষজ্ঞরাই পক্ষে ও বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন।

নয়াদিল্লি: দুই পড়শি দেশ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ মানেই টানটান লড়াই, উত্তেজনা, উন্মাদনা। তবে বর্তমানে দুই দেশের যা রাজনৈতিক তাতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটসহ সমস্তরকম সংযোগ বা আদান প্রদানই যেন বন্ধ করা হয়। এর পক্ষে, বিপক্ষে বহু বিশেষজ্ঞরা নিজেদের মতামত ব্যক্ত করেছেন। পাক প্রাক্তনী বাসিত আলি কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ একেবারেই চাইছেন না। অবশ্য তাঁর কারণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে বাসিত আলির (Basit Ali) মতে এই ম্যাচ যদি আয়োজিত হয়, তাহলে কিন্তু পাকিস্তানের কপালে শনি নাচছে। তাঁর দাবি, 'ঠিক যেভাবে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়নশিপে হয়েছিল, আমি প্রার্থনা করছি তেমনই এশিয়া কাপেও যাতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না হয়। ওরা এত বাজে ভাবে হারাবে না।'
বাসিত আলির চিন্তাটা একেবারেই কিন্তু অমূলক নয়। সদ্যই ওয়েস্ট ইন্ডিজ় সফরে টি-টোয়েন্টিতে সিরিজ় জিতলেও, ওয়ান ডেতে তাঁরা মুখ থুবড়ে পড়ে। শাই হোপদের বিরুদ্ধে ১-২ তো পাকিস্তান সিরিজ় হারেই, এমনকী শেষ ম্যাচে মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় পাক দল। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে প্রায় ৩৪ বছর পর জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে পাকিস্তান প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ তাঁদের বোর্ডে ৬৮ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়েছিল। যদিও ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ ৯৪ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। বোর্ডে ২৯৪ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
২৯৫ রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সফরকারী দল মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় ২৯.২ ওভারেই। ক্যারিবিয়ান তরুণ পেসার জেডন সিলস একাই ভেঙে দেন পাক ব্য়াটিংয়ের মেরুদণ্ড। নিজের ৭.২ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সিলস। পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটার সাইম আয়ুব, আব্দুল্লাহ শাফিক খাতাই খুলতে পারেননি। বাবর আজম নয় রান করেন। মহম্মদ রিজওয়ানও খাতা খুলতে পারেননি।




















