Asia Cup: 'বর্ডারে লড়াই চলছে আর আমরা ক্রিকেট খেলছি...', এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে গর্জে উঠলেন হরভজন
Asia Cup 2025: ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান, দুই পড়শি দেশের রাজনৈতিক সম্পর্ক বহুদিন ধরেই তলানিতে। পহেলগাঁও হামলার পর সেই সম্পর্কে ফাটল আরও বাড়ে। সবক্ষেত্রে, সর্বস্তরে পাকিস্তানকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে দেশজুড়ে। সেইমতোই দিনকয়েক আগে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের (India VS Pakistan) গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল, উভয়ই বাতিল হয়। তবে এশিয়া কাপে (Asia Cup 2025) বিসিসিআই কিন্তু ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না খেলার কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানায়নি। এই নিয়েই এবার মুখ খুললেন হরভজন সিংহ (Harbhajan Singh)।
লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আয়োজকরা কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগেই শিখর ধবন, হরভজন সিংহরা ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এরপরেই অবশেষে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনালে দুই দল আবারও মুখোমুখি হলে সেই ম্যাচও বাতিল হয়। অনেকেই আশা করছিলেন বিসিসিআই আসন্ন এশিয়া কাপের ক্ষেত্রেও এমনটাই করবেন। কিন্তু সেইসব ব্যক্তিদের হতাশ করে বোর্ড কিন্তু এমন কোনও সিদ্ধান্তই নেয়নি। এশিয়া কাপের সূচি প্রকাশের পর বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে যায়। তবে হরভজনের স্পষ্ট কথা দেশের স্বার্থে এই ম্য়াচ না খেলাটা খুব একটা কঠিন কোনও সিদ্ধান্ত হওয়া উচিত ছিল না।
Times of India-কে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, 'ওদের কোনটা প্রয়োজনীয় এবং কোনটা নয়, সেটা বুঝতে হবে। কথাটা খুবই সহজ। আমার জন্য ওই সেনাটা যে বর্ডার আমাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকেন, যাঁর পরিবার অনেকসময়ই আর তাঁকে দেখতে পারেন না। আমাদের জন্য আমাদের সুরক্ষার্থে যে নিজের জীবন উৎসর্গ করে, তাঁর আত্মত্যাগটা আমাদের জন্য বিরাট তাৎপর্যপূর্ণ। সেই তুলনায় এটা তো খুব ছোট্ট একটা মূল্য। আমরা ওঁর জন্য একটা ক্রিকেট ম্যাচ খেলা প্রত্যাখ্যান করতে পারি না? আমার মনে হয় এটা খুব ছোট্ট একটা বিষয়। বর্ডারে দুই দেশের মধ্যে লড়াই চলছে আর আমরা এদিকে ক্রিকেট খেলছি, সেটা তো হতে পারে না। এই বড় সমস্যাগুলি না মিটলে খেলার মানে নেই। ক্রিকেট খেলাটা খুব ছোট্ট একটা বিষয়। দেশ সবসময় সবার আগে আসবে।'
হরভজন আরও জানান কোনওকিছুই দেশের থেকে বড় নয়। তাই সবসময় দেশের কথা সবার আগে ভাবা উচিত। 'আমাদের পরিচয়টাই এই দেশের জন্য। আপনি ক্রিকেটার হন, অভিনেতা হন বা অন্য যে কেউ হন, দেশের থেকে বড় কিছু নয়। দেশ সবার আগে এবং দেশের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা সবার আগে পালন করা দরকার। ক্রিকেট ম্যাচ না খেলাটা অত্যন্ত ছোট্ট একটা বিষয়।' মত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের।




















