Asia Cup 2025: শেষ কবে এমনটা হয়েছে খুঁজতে কালঘাম ছুটবে, তবে এশিয়া কাপে এমনই এক ঘটনার সাক্ষী থাকবে টিম ইন্ডিয়া!
Indian Cricket Team: লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এরপরেই ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র সঙ্গে চুক্তি ভঙ্গ করা হয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে এ এক নজিরবিহীন ঘটনা। শেষ কবে ভারতীয় দলকে (Indian Cricket Team) জার্সিতে কোনও স্পনসর ছাড়া মাঠে নামতে দেখা গিয়েছে, এই প্রশ্নের জবাব দিতে অনেকের কালঘাম ছুটবে। তবে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ঠিক এমনটাই হতে পারে। জার্সিতে কোনও প্রাথমিক স্পনসর ছাড়াই মাঠে নামতে পারে ভারতীয় দল।
লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এর ফলে আপাতত টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরেই গতকাল বিসিসিআইয়ের আধিকারিকরা এক জরুরি বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকের নেতৃত্বে ছিলেন। আধিকারিকরা তড়িঘড়িই জার্সির জন্য নতুন স্পনসর খোঁজার লক্ষ্যে রয়েছেন। সেই লক্ষ্যে তারা দ্রুতই সফল হবেন বলেও আশাবাদী বোর্ড কর্তারা।
তবে এশিয়া কাপ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তবে বোর্ড শুধু এশিয়া কাপের জন্য নয়, বরং ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্সির স্পনসর খোঁজার লক্ষ্যে। তাই এত দ্রুত স্পনসর খুঁজে অ্যাড দেওয়া থেকে প্রমোশন, সবটা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই এশিয়া কাপে সূর্যকুমার যাদব, শুভমন গিলদের জার্সিতে কোনওরকম স্পনসর ছাড়াই নামতে দেখা যেতে পারে।
প্রসঙ্গত, এইসবের মাঝেই ভারতীয় বোর্ডের মসনদেও বড় বদল ঘটে গিয়েছে বলেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ২০২২ সালের অক্টোবরে বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন রজার বিনি। তবে এই বছরের ১৯ জুলাই ৭০-র গণ্ডি পার করেছেন রজার বিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও আধিকারিক যদি ৭০-র গণ্ডি পার করে যান, তাহলে তাঁকে আধিকারিকের পদ ছেড়ে দিতে হয়। সেই নিয়মের জেরেই রজার বিনিকে সভাপতির পদ ছাড়তে হচ্ছে।
তাঁর জায়গাতেই বোর্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্বে থাকা রাজীব শুক্ল আপাতত দিনকয়েকের জন্য অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতির দায়িত্ব পালন করবেন বলেই খবর। অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কোনওরকম বিবৃতি দিয়ে কিছুই জানানো হয়নি।




















