Asia Cup 2025: দলে ফিরে সরাসরি সহ-অধিনায়কের পদে গিল, রয়েছেন বুমরা, এশিয়া কাপেও সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার
Asia Cup 2025 India Squad: এক বছরেরও বেশি সময় পরে টি-টোয়েন্টি দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন গিল।

মুম্বই: অবশেষে এশিয়া কাপের (Asia Cup 2025) বহু কাঙ্খিত ভারতীয় দল ঘোষণা করা হল। দলের নেতৃত্বে যথারীতি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলে ফিরলেন শুভমন গিল (Shubman Gill) এবং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গিল এক বছরেরও বেশি সময় পরে দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন। তবে দলে নেই যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার। মহম্মদ সিরাজকেও এশিয়া কাপের দলে রাখা হয়নি। তবে সেটা সম্ভবত তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে।
গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ, মঙ্গলবারই ভারতের এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। মুম্বই টানা বৃষ্টি ও লাল সর্তকতা যদিও খানিক সময়ের জন্য এই দল ঘোষণার বিষয়টি নিয়ে সংশয় তৈরি করে। তারপরে দল ঘোষণার সময় পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়, সংশয় আরও বাড়ে। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে ঢোকা মাত্রই দল নির্বাচন যে আজই, তা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। শেষমেশ নির্ধারিত সময় দেড়টার প্রায় দেড় ঘণ্টা পর তিনটের দিকে এশিয়া কাপের দল ঘোষণা করা হয়।
তাতে যেমন দুই বড় তারকার প্রত্যাবর্তন ঘটল, তেমনই বাদ পড়লেন হালে দলের হয়ে নিয়মিত ওপেন করা যশস্বী জয়সওয়াল। আইপিএলে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ছয়শোর অধিক রান করেছিলেন তিনি। তবে দুরন্ত ছন্দে থাকা মুম্বই ক্রিকেটার এই টুর্নামেন্টে ব্রাত্য়ই রয়ে গেলেন। ব্রাত্য ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুরন্ত পারফর্ম করা কেএল রাহুলও। সিরাজ অবশ্য ইংল্যান্ড সিরিজ় পাঁচ টেস্ট খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনাই যাচ্ছিল। সেইমতো তাঁকে বিশ্রাম দেওয়া হল।
তবে রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসনদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, তাঁরা দলে রয়েছেন। দ্বিতীয় উইকেটকিপারের ভূমিকায় রয়েছেন জিতেশ শর্মা। তিন স্পিনার, তিন ফাস্ট বোলার এবং অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য ও শিবম দুবেকে নিয়ে তৈরি দলের বোলিং বিভাগটাও বেশ শক্তিশালী। এক বছরেরও বেশি সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও গিল দলে ফিরেই সহ-অধিনায়কত্ব পেলেন। দায়িত্ব হারালেন অক্ষর পটেল।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ
রিজার্ভ:-
ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর




















