Asia Cup 2025: 'গিল আবার কোথা থেকে আসল?' এশিয়া কাপে শুভমনকে সুযোগ দেওয়ার বিপক্ষে প্রাক্তন নির্বাচক প্রধান
Shubman Gill: গত বছরে জুলাই মাসের পর থেকে শুভমন গিল আর ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে মাঠে নামেননি।

নয়াদিল্লি: প্রায় এক বছর ধরে তিনি জাতীয় টি-টোয়েন্টি দলের বাইরে। তবে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) অনেকেই ভারতীয় দলে টেস্ট অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) দেখতে চান। শুধু যে গিলকে বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলে ফেরানোর দাবি করা হচ্ছে তাই নয়, তাঁকে নাকি ওয়ান ডে দলের নেতা করা হতে পারে বলেও কোনও কোনও মহলে শোনা যাচ্ছে। তবে এশিয়া কাপে গিলকে নেওয়ার সম্পূর্ণ বিপক্ষে প্রাক্তন ভারতীয় নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
শ্রীকান্তের প্রশ্ন গিল ভারতীয় বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলেও ছিল না, তাহলে কেন তাঁকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হঠাৎ করেই দলে ফেরানো হবে? তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'শুভমন গিল যদি (টি-টোয়েন্টিতে) অধিনায়ক হত, তাহলে ও এমনিই একাদশে সুযোগ পেত। সেক্ষেত্রে সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল বা বৈভব সূর্যবংশীকে নেওয়ার প্রশ্নই থাকত না। গিলই ওপেনিং করত। তবে ও তো ২০২৪ সালের বিশ্বকাপজয়ী দলেও ছিল না। হঠাৎ করে কোথা থেকে চলে আসল ও?'
শুভমন গিল এখনও পর্যন্ত ভারতের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৯-র অধিক স্ট্রাইক রেটে মোট ৫৭৮ রান করেছেন। তিন ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে শতরান হাঁকানো হাতে গোনা কয়েকজন ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম শুভমন গিল। এবারের আইপিএলে তাঁর ব্যাট থেকে ৫০-র গড় ও ১৫৫-র অধিক স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে ৬৫০ রান আসে। তারপর ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে রানের ফুলঝুরি। এর জেরেই ইনফর্ম গিলকে অনেকেই এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে দেখতে চাইছেন।
তবে শ্রীকান্ত কিন্তু দলে ধারাবাহিকতার পক্ষেই সওয়াল করছেন। তাঁর মতে, 'ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ও খেলেনি। হ্যাঁ, এটা ঠিক যে ও সম্প্রতি সময়ে খুব ভাল পারফর্ম করছে। তবে আমরা এইভাবে তো নির্বাচন করতে পারি না।' গিল শেষমেশ ভারতের টি-টোয়েন্টি দলে ফিরবেন কি না, এশিয়া কাপে সুযোগ পাবেন কি না, তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
কানাঘুষো চলছিল যে, ১৯ অগাস্ট, মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করা হবে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিল, মঙ্গলবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে নির্বাচনী বৈঠক হবে। এশিয়া কাপের দল বেছে নেওয়া হবে সেই বৈঠকে। নির্বাচনী বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করা হবে। সেখানেই হবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা। অধিনায়ক ও সিনিয়র নির্বাচক কমিটির প্রধান সেই সাংবাদিক বৈঠকে হাজির থাকবেন। জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারের চতুর্থ তলায় নির্বাচনী বৈঠক হবে। তারপর দুপুর দেড়টায় হবে সাংবাদিক বৈঠক।




















