Asia Cup 2025: এক বছর পর ফিরেই এশিয়া কাপে দলের সহ-অধিনায়ক, বিস্ময়, সমালোচনার মাঝেও গিলের পাশেই গাওস্কর
Shubman Gill: ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শুভমন গিল।

নয়াদিল্লি: দিন দু'য়েক আগেই এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য় ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে শুভমন গিল (Shubman Gill) প্রত্যাবর্তন ঘটিয়েছেন। এক বছর পর শুধু ফিরেছেন যে তাই নয়, সরাসরি ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও নির্বাাচিত হয়েছেন। এই সিদ্ধান্তে অনেকেই বেশ খানিকটা হতবাক। প্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত যেমন দল ঘোষণার আগে থেকেই গিলের বিশ ওভারের দলে হুট করে ঢুকে পড়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন।
তবে এই সব সমালোচনার মাঝেও সুনীল গাওস্কর (Sunil Gavaskar) কিন্তু শুভমন গিলের পাশেই দাঁড়াচ্ছেন। গাওস্করের মতে শুভমন গিল ইংল্যান্ডের মাটিতে যে ফর্মে ব্যাট করেছেন, তারপর তাঁকে দল থেকে বাদ দেওয়া যায় না। পাশাপাশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনে করছেন টি-টোয়েন্টির সহ-অধিনায়ক হওয়ার মাধ্য়মে গিল কিন্তু অদূর ভবিষ্যতে সব ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন।
গাওস্কর বলেন, 'এই তো দুই সপ্তাহ আগে ও ৭৫০-র অধিক রান করেছে। এই ফর্মে থাকা এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়া যায় না। ওকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটার মাধ্যমেও ওকে একপ্রকার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ও ভবিষ্যতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারে। আমার মতে এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত।'
তিনি আরও যোগ করেন, 'ইংল্যান্ডে ও সকলকেই মুগ্ধ করেছে। প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করে ৭৫০-র অধিক রান করাটা প্রমাণ করে দেয় ও কী দারুণভাবে চাপ সামলাতে পারে। ও যে ভবিষ্যতে ভারতকে (সব ফর্ম্যাটে) নেতৃত্ব দেবে, সেই বিষয়ে এই সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটা একটি নিশ্চিত ইঙ্গিত দেয়।'
সেই ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন শুভমন। তবে ইংল্যান্ড সিরিজ়ে তো বটেই, গুজরাত টাইটান্সের হয়ে তার আগে আইপিএলে বেশ ভালই পারফর্ম করেছিলেন শুভমন। আইপিএলের সর্বাধিক রানসংগ্রাহকদের অন্য়তম ছিলেন তিনি। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর কামব্যাক সিরিজ়ে গিল কেমন পারফর্ম করেন, সেইদিকেই সকলের নজর থাকবে।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ
রিজার্ভ:-
ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর




















