Womens ODI World Cup: ব্রাত্য শেফালি বর্মা, বিশ্বকাপের জন্য হরমনপ্রীতের নেতৃত্বাধীন ১৫ জনের ভারতীয় দলে অমনজ্যোৎ কৌর
Womens World Cup India Squad: তরুণ অলরাউন্ডার অমনজ্যোৎ কৌরকে অস্ট্রেলিয়া সিরিজ়ের দলে রাখা না হলেও, তিনি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন।

মুম্বই: বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে আজ যেমন ভারতীয় পুরুষ দলের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হল, তেমনই আজ ভারতীয় মহিলাদের বিশ্বকাপ (Womens ODI World Cup) ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য দল নির্বাচিত হওয়ারও কথা ছিল। সেই মতোই দল ঘোষণা হল। যথারীতি দলের অধিনায়ক হিসাবে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মহিলাদের দলে বড় নামেদের মধ্যে বাদ পড়েছেন শেফালি বর্মা। তাঁকে অস্ট্রেলিয়া সিরিজ় বা বিশ্বকাপ, কোনও দলেই রাখা হয়নি।
#TeamIndia squad for ICC Women's Cricket World Cup 2025⬇️
— BCCI Women (@BCCIWomen) August 19, 2025
Harmanpreet Kaur (Capt), Smriti Mandhana (VC), Pratika Rawal, Harleen Deol, Deepti Sharma, Jemimah Rodrigues, Renuka Singh Thakur, Arundhati Reddy, Richa Ghosh (WK), Kranti Gaud, Amanjot Kaur, Radha Yadav, Sree Charani,…
অপরদিকে, সায়ালি সৎঘারেকে অস্ট্রেলিয়া সিরিজ়ে সুযোগ দেওয়া হলেও, তিনি বিশ্বকাপের দলে নেই। মেগা টুর্নামেন্টে ভারতীয় দলে তাঁর জায়গায় তরুণ অলরাউন্ডার অমনজ্যোৎ কৌরকে ১৫ জনের দলে রাখা হয়েছে।
🚨 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝘀𝗾𝘂𝗮𝗱 𝗳𝗼𝗿 𝗢𝗗𝗜 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗮𝗴𝗮𝗶𝗻𝘀𝘁 𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮 𝗮𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗱
— BCCI Women (@BCCIWomen) August 19, 2025
Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Pratika Rawal, Harleen Deol, Deepti Sharma, Jemimah Rodrigues, Renuka Singh Thakur, Arundhati Reddy, Richa Ghosh (WK), Kranti…
বিশ্বকাপে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন রেণুকা সিংহ। ঐতিহাসিক ইংল্যান্ড সফরে তিনি চোটেরা কারণে খেলতে পারেননি। তবে সেই চোট সারিয়ে বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়, দুই স্কোয়াডেই ফিরেছেন রেণুকা। এছাড়া দীপ্তি শর্মা, হরলীন দেওল, জেমাইমারা তো রয়েইছেন।
তরুণ ওপেনিং ব্যাটার শেফালি বর্মাকে ওয়ান ডে দল থেকে বাদ দেওয়া হেডলাইন হলেও, অস্বাভাবিক কিন্তু নয়। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেললেও, ওয়ান ডে দলে ছিলেন না। তখনই তাঁর বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশাটা বেশ খানিকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। শেষমেশ তাঁকে বিশ্বকাপ দল থেকে বাইরেই থাকতে হচ্ছে।
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত এবারের মহিলাদের বিশ্বকাপ খেলা হবে। ভারতের চারটি মাঠ ও শ্রীলঙ্কার একটি মাঠে এই বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে। তবে আপাতত চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু সম্ভবত বদলাবে। ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে।




















