Asian Games 2023: বাংলাদেশকে দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
Indian Women' Cricket Team ভারতের হয়ে পূজা বস্ত্রকর ম্যাচে সর্বাধিক চার উইকেট নেন।
হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে বাংলাদেশের মহিলা দলকে কার্যত দাঁড়াতেই দিল না ভারত (Indian Women' Cricket Team)। দিনকয়েক আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল আউট করেছিল ভারতীয় পুরুষ দল। এবার মহিলা দল ৫১ রানে অল আউট করল বাংলাদেশকে। এশিয়ান গেমসের সেমিফাইনালে পূজা বস্ত্রকরের (Pooja Vastrakar) চার উইকেটে ভর করে পড়শি দেশকে অলআউট করে ভারত। অল্প রান তাড়া করতে নেমে জেমাইমা রডরিগেডজের ২০ রানের ইনিংস আট উইকেটে ভারতের জয় সুনিশ্চিত করে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে অধিনায়কের সিদ্ধান্তের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি পদ্মাপারের দলটি। মাত্র ৭.৫ ওভারেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সুলতানাবাদে তো বাংলাদেশের কোনও ব্যাটার রানের বিচারে দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। সুলতানা বাংলাদেশের হয়ে ১৭ বল খেলে সর্বাধিক ১২ রানের ইনিংস খেলেন। একটি চার মারেন তিনি।
ভারতের হয়ে পূজা বস্ত্রকরই দুরন্ত স্পেলে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। ১৭ রানের বিনিময়ে চারটি উইকেট নেন তিনি। এই ম্যাচেই আবার ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটান বাংলার তরুণী তিতাস সাধু। হুগলির চুঁচুড়ার মেয়ে তিতাস একটি উইকেট নেন। তিনি বাদে অমনজ্যোত কৌর, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দেবিকা বৈদ্য একটি করে উইকেট নেন।
একদমই অল্প রান তাড়া করতে নেমে ভারতীয় দলও শুরুটা যে খুব ভাল করেছিল, তেমনটা নয়। অধিনায়ক স্মৃতি মান্ধানা ১২ বলে মাত্র সাত রান করে আউট হন। তাঁকে সাজঘরে ফেরান মারুফা আখতার। গত ম্য়াচে ভাল ইনিংস খেলা শেফালি ভার্মাও ২১ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। তবে জেমাইমা পরিপক্ক ইনিংস খেলে ক্রিজে টিকে থাকেন। তিনিই দলের জয় সুনিশ্চিত করেন। কণিকা আহুজা এক রানে অপরাজিত থাকেন।
এই জয়ের সুবাদে ফাইনালে পৌঁছে ভারতীয় মহিলা দল নিজেদের জন্য পদক জয় সুনিশ্চিত করে ফেলল। স্বর্ণপদকের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের মুখোমুখি হবে ভারত। অপরদিকে বাংলাদেশ সোমবার ব্রোঞ্জ পদকের ম্যাচে মাঠে নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মায়ানমারের মুখোমুখি ভারত, কীভাবে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারেন ছেত্রীরা?