Australian Cricket Team: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পরেই বড় সিদ্ধান্ত, অস্ট্রেলিয়ান দল থেকে বাদ তারকা ক্রিকেটার
Marnus Labuschagne: ২০২৩ সালে ম্যাঞ্চেস্টারে তাঁর শেষ শতরানের পর পরবর্তী ১৬ টেস্টে মার্নাস লাবুশেন মাত্র ২৪.৭ গড়ে রান করেছেন।

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হতাশাজনক হারের পর আবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। নতুন শুরুর আশায় অজ়িরা। ২৫ জুন থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় (WI vs ENG 1st Test)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম ম্যাচের আগে বেশ বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়লেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)।
লাবুশেন নিজের স্বাভাবিক পজিশন ছেড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করেছিলেন। কিন্তু সেই ম্যাচে রান পাননি লাবুশেন। দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। সাম্প্রতিক সময়ে তাঁর ফর্মও একেবারেই আহামরি নয়। ২০২৩ সালে ম্যাঞ্চেস্টারে তাঁর শেষ শতরানের পর পরবর্তী ১৬ টেস্টে লাবুশেন মাত্র ২৪.৭ গড়ে রান করেছেন। এরপরেই তাঁকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে নির্বাচকদের প্রধান জর্জ বেইলি (George Bailey) শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টের ন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করেন। সেই সময়ে লাবুশেনের দল থেকে বাদ পড়ার বিষয়ে বেইলি ব্যাখা দেন, 'মার্নাস নিজের সেরা ফর্মে থাকলে এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ও জানে ওর পারফরম্যান্সটা আমাদের বা ওর কারুরই আশানুরূপ হচ্ছে না। আমরা ওর যে যে জায়গায় তাজ করা প্রয়োজন বলে মনে হয়, সেই জায়গা উন্নতির জন্য কাজ চালিয়ে যাব। আমরা সকলেই ওর দক্ষতার সম্পর্কে অবগত এবং আশা করছি ও চ্যালেঞ্জ ইতিবাচকভাবে নেবে ও নিজের খেলার ত্রুটিগুলি শুধরে আবার ফিরবে।'
লাবুশেনের পাশাপাশি প্রথম টেস্টে স্টিভ স্মিথও খেলতে পারবেন না। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান স্মিথ। এই চোট সারিয়ে ফিরতে তাঁর খানিক সময় লাগছে, তাই তিনিও প্রথম টেস্টে খেলবেন না। স্মিথকে আপাতত আরও এক সপ্তাহ মতো বিশ্রাম দেওয়ার কথা জানান বেইলি। এরপরেই ফিটনেস দেখে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অজ়িদের হয়ে স্যাম কনস্টাস ও জশ ইংলিস এই দুই তারকা ক্রিকেটারের বদলে একাদশে জায়গা পেয়েছেন। তবে একাদশ নির্ধারিত হয়ে গেলেও কে, কোথায় ব্যাট করবেন, সেই অর্ডারটা এখনও নিশ্চিত হয়নি। সেটা বুধবার, প্রথম টেস্ট শুরু হওয়ার পরই জানা যাবে।




















