IND vs AUS: অশ্বিন না জাডেজা, কে বেশি ভয়ঙ্কর? কী বলছেন অজি ক্রিকেটাররা?
Ravindra Jadeja And Ravichandran Ashwin: দ্বিতীয় টেস্টে অ্য়াডিলেডে দিন রাতের ম্য়াচে অশ্বিনকে খেলানো হয়েছিল। কিন্তু সেই ম্য়াচে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ব্রিসবেন: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাডেজাকে (Ravindraj Jadeja) বেশি ভয়ঙ্কর ব্য়াটারদের সামনে? অস্ট্রেলিয়ার মাটিতে এই মুহূর্তে বর্ডার গাওস্কর ট্রফি চলছে। প্রথম টেস্টে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দিন রাতের টেস্টে বাজিমাত করেছে। প্রথম টেস্টে খেলেননি ভারতের ২ অভিজ্ঞ ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে অ্য়াডিলেডে দিন রাতের ম্য়াচে অশ্বিনকে খেলানো হয়েছিল। কিন্তু সেই ম্য়াচে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্রিসবেনে তৃতীয় টেস্টের জন্য ভারতীয় একাদশে অশ্বিনের বদলে সুযোগ মিলেছে রবীন্দ্র জাডেজার। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই বেছে নিয়েছেন দুজনের মধ্যে কঠিনতম বোলারকে।
সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সম্প্রচারকারী বিভিন্ন চ্যানেলে নানান সাক্ষাৎকারে অশ্বিন ও জাডেজার প্রসঙ্গে কথা বলেছেন। টাইমস অফ ইন্ডিয়ায় এখ সাক্ষাৎকার অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার উসমান খাওয়াজা বলেছেন, ''জাডেজার দুর্দান্ত স্কিল রয়েছে। অসাধারণ বোলার। দ্রুত নিজের ওভার শেষ করে। সময় কম নেই। ব্যাটাররা ওর পরিকল্পনা বুঝতে পারবে না সহজে। কিন্তু অশ্বিন বুদ্ধি খাটিয়ে বল করেন। ব্যাটারদের মাইন্ডসেট দ্রুত বোঝার চেষ্টা করেন। আমিও যতবার অশ্বিনের বিরুদ্ধে খেলতে নামি ততবার আমাকেও মাথা খাটাতে হয় ওঁর বিরুদ্ধে মাথা খাটাতে হয়।''
দিন রাতের টেস্টে অজি দলের নায়ক ট্রাভিস হেড বলছেন, ''আমার মনে অশ্বিন কিছুটা এগিয়ে থাকবেন। ওঁর হাতে বৈচিত্র্য বেশি আছে। ওঁর বলে খেলার সময় প্রায়ই সমস্য়ায় পড়তে হয়। বলের স্পিডও ভাল। স্পিনিং ট্র্যাক হলে অশ্বিন তো বিরাট ভয়ঙ্কর।''
বর্তমানে ফর্মে না থাকলেও অস্ট্রেলিয়ার বহুযুদ্ধের সৈনিক ও দেশের অন্য়তম সেরা ব্যাটার স্টিভ স্মিথ বলছেন, ''আমি অশ্বিনের বলে মাঝেমাঝেই সমস্যায় পড়েছি। কিন্তু জাডেজা অতটাও সমস্যায় ফেলতে পারেনি আমাকে। অন্তত এই ধরণের পরিবেশে। অশ্বিনের কাছে স্পিড আছে। দুসরা আছে। টপ স্পিনও করতে পারে। পিচের চরিত্র বুঝে ওঁ বল করে, যাতে ব্যাটাররা সমস্যায় পড়ে।''
এদিকে, ব্রিসবেনে প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব উদ্ধার করার জন্য বাকি চারদিন সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ম্যাচ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বাকি চার দিন ভোর ৫.২০ থেকে শুরু হবে ম্যাচ। নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে এই দিনগুলিতে সর্বাধিক ৯৮ ওভার করে বল করা হতে পারে।