Ayush Mhatre: ম্য়াকালামের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইংল্য়ান্ডে নতুন রেকর্ডের মালিক আয়ুশ
Ayush Mhatre Record: ২০০১ সালে ১৯ বছর বয়সে ব্রেন্ডন ম্য়াকালাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে ২১৪ বলে ২৩২ রান করেছিলেন।

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে নতুন রেকর্ড গড়লেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক আয়ুশ মাথরে (Ayush Mhatre)। ভেঙে দিলেন ২৪ বছর আগে করা প্রাক্তন কিউয়ি উইকেট কিপার ব্য়াটার ব্রেন্ডন ম্য়াাকালাম। বর্তমান ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ম্য়াকালাম। তাঁর রেকর্ডই ভেঙে দিলেন মাথরে। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ম্য়াচ চলছে এই মুহূর্তে। সেখানেই নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার। রেকর্ডবুকে নাম তুলে নিলেন।
২০০১ সালে ১৯ বছর বয়সে ব্রেন্ডন ম্য়াকালাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে ২১৪ বলে ২৩২ রান করেছিলেন। ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ টেস্ট ম্য়াচে আয়ুশ ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৮০ বলে ১২৬ রানের ইনিংস খেলেন। অর্থাৎ দুটো ইনিংস মিলিয়ে ১৭০ বলে ২০৬ রান করেছিলেন মাথরে। যুব টেস্ট ম্য়াচে কোনও ব্য়াটার যিনি একটি ম্য়াচে দুশো বা তার বেশি রান করেছেন, তার স্ট্রাইক রেটের নিরিখে সবার ওপরে এখন আয়ুশ মাথরে। ম্য়াকালাম ২০০১ সালে ১০৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। আয়ুশ ২০৬ রান করেছেন ১২১.১৭ স্ট্রাইক রেটে।
আয়ুশ মাথরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গত মরশুমে আইপিএলে খেলেছিলেন। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার বড় ভক্ত আয়ুশ। ইংল্য়ান্ডে পাড়িও দিয়েছিলেন রোহিতের বিশেষ উপহার নিয়ে। ঘরোয়া ক্রিকেটে দুজনেই মুম্বইয়ের হয়ে খেলেন। রোহিত তাঁর কেরিয়ারের একদম শেষে। চলতি বছরের শুরুর দিকে রোহিত শর্মা রঞ্জি ট্রফিতে খেলেছিেন একটি ম্যাচ। সেখানে রোহিতের সঙ্গে ড্রেসিংরুমে একসঙ্গে বসেছিলেন মাথরে। রোহিত নিজেই মাথরের পরিবর্ত হিসেবে একাদশে ঢুকে পড়েছিলেন। মাথরে বলেছিলেন, ''ক্রিকেট খেলা শুরু করেছিলাম রোহিত শর্মাকে টেলিভিশনে খেলতে দেখে। এরপর তাঁর সঙ্গেই ড্রেসিংরুমে সময় কাটিয়েছি। এটা সত্যিই আমার কাছে অসাধারণ একটা মুহূর্ত। অনেক কিছু শেখার রয়েছে তাঁর থেকে।''
আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওপেনিংয়ে নেমে। এবার অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক হিসেব খেলতে যাচ্ছেন আয়ুশ ইংল্যান্ডে। পাঁচটি ওয়ান ডে ও দুটো মাল্টি ডে খেলা হবে আগামী ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত। নিজের পোস্টে মাথরে লিখেছিলেন, ''একটা ব্যাট, আশীর্বাদ ও সারাজীবন মনে রাখার মত একটা মুহূর্ত। অনেক অনেক ধন্যবাদ রোহিত দা।''




















