BAN vs ENG: পদ্মাপারে ধরাশায়ী ইংল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল বাংলাদেশ
BAN vs ENG 2nd T20I: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে সাত বল ও চার উইকেট হাতে রেখে ম্যাচ তথা সিরিজ জিতল বাংলাদেশ।
মিরপুর: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ছয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে (BAN vs ENG 2nd T20I) মেহেদি হাসান মিরাজের বল হাতে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচ ও সিরিজ জিতে নিল বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে সাত বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ।
দুরন্ত শুরু
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড শুরুটা কিন্তু মন্দ করেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ডেভিড মালানকে ৫ রানে ফেরালেও, পাওয়ার প্লেতে ওই এক উইকেটের বিনিময়েই ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড। কিন্তু পাওয়ার প্লে শেষেই সাত রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ফিল সল্ট (২৫), মঈন আলি (১৫), জস বাটলার (৪) সাজঘরে ফেরেন। বেন ডাকেট (২৮) ও স্যাম কারান (১২) ষষ্ঠ উইকেটে ৩৪ রান যোগ করেন বটে।
ব্যাটিং ধস
তবে এরপরে ফের একবার ব্যাটিং ধস নামে। ২৬ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১১৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) চার উইকেট নেন। তাসকিন আমেদ, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও হাসান মামুদ, সকলেই একটি করে উইকেট নেন। অল্প রানের লক্ষ্য সামনে থাকলেও বাংলাদেশ কিন্তু শুরুতেই ধাক্কা খায়। দুই বাংলাদেশি ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লেতে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করে।
পরিপক্ক ইনিংস
বাংলাদেশকে চাপের মুখ থেকে রক্ষা করেন গত ম্যাচে অর্ধশতরান হাঁকানো নাজমুল হোসেন শান্ত। তিনি মন্থর গতিতে হলেও ৪৬ মহামূল্যবান রানের ইনিংস খেলে দলের জয় সুনিশ্চিত করেন। অপরাজিত থাকেন শান্ত। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ২০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক শাকিব অবশ্য শূন্য রানেই সাজঘরে ফেরেন। জোফ্রা আর্চার আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখালেও, শেষ পর্যন্ত হতাশই হতে হয় ইংল্যান্ড। আর্চার অবশ্য চার ওভারে ১৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন।
রেহান আমেদ, মঈন আলি ও স্যাম কারান একটি করে উইকেট নেন। মঙ্গলবার ১৪ মার্চ বাংলাদেশ ও ইংল্যান্ড নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়োন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।
আরও পড়ুন: পিঠের ব্যথায় নাজেহাল শ্রেয়স, নিয়ে যাওয়া হল স্ক্যান করতে