Shreyas Iyer Injury: পিঠের ব্যথায় নাজেহাল শ্রেয়স, নিয়ে যাওয়া হল স্ক্যান করতে
India vs Australia: পিঠের ব্যথায় কাবু শ্রেয়স চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটও করতে নামেননি।
আমদাবাদ: ভারতীয় শিবিরে ফের উদ্বেগ। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে (India vs Australia 4th Test) আমদাবাদে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মাঝেই পিঠের ব্যথায় নাজেহাল ভারতীয় তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) স্ক্যান করতে পাঠানো হল। এর জেরে তিনি ভারতের প্রথম ইনিংসে ব্যাটও করতে নামেননি।
শ্রেয়সের পিঠে ব্যথা
শ্রেয়স চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে শনিবার পিঠে ব্যথার কথা ম্যানেজমেন্টকে জানান। এরপরেই তাঁকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বোর্ডের তরফে রবিবার, ১২ মার্চ শ্রেয়সকে স্ক্যান করাতে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। ভারতের মেডিক্যাল দল শ্রেয়সের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শ্রেয়স সাধারণত ভারতের হয়ে পাঁচ নম্বর ব্যাট করতে নামেন। তবে সেই জায়গায় রবীন্দ্র জাডেজা ব্যাট করতে নামেন।
জাডেজা আউট হয়ে যাওয়ার পরে শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিনরা ব্যাট করতে নামলেও ব্যাটে নামেননি শ্রেয়স। প্রসঙ্গত, আর মাত্র ১৯ দিন পরেই আইপিএল শুরু হতে চলেছে। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন। আইপিএল মরসুম শুরু তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিন্তু কেকেআরও বেশ খানিকটা চিন্তায় থাকবে।
৪০ মাস পর শতরান
০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এদিন আবার টেস্টে সেঞ্চুরি। মাঝে ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এল সেই কাঙ্খিত শতরান।
আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২৪১ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ২৮ তম শতরান এটি তাঁর। গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে টেস্টে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন বিরাট। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার সঙ্গে ২৮টি সেঞ্চুরি করে একই তালিকায় রয়েছেন কিং কোহলি। ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি।
এদিকে গতকালই বিরাট কোহলির মুকুটে জুড়েছে নয়া পালক। টেস্ট ক্রিকেটে (Test Cricket) দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর।