(Source: ECI/ABP News/ABP Majha)
BAN vs SL Match Highlights: আসালঙ্কা, সামারাবিক্রমার অর্ধশতরান, বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে সহজ জয় শ্রীলঙ্কার
BAN vs SL Asia Cup 2023: সাদিরা সামারাব্রিক্রমা ও চরিথ আসালঙ্কা অর্ধশতরান করেন।
ক্যান্ডি: বাংলাদেশের বিরুদ্ধে (Bangladesh vs Sri Lanka) নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচে সহজ জয় পেল শ্রীলঙ্কা। ১৬৫ রান তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্রের খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। হলও না। পাঁচ উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালঙ্কা অর্ধশতরান করেন।
অল্প রান ডিফেন্ড করতে নেমে বাংলাদেশের হয়ে শুরুটা ভাল করা ম্যাচে টিকে থাকার জন্য ভীষণই জরুরি ছিল। বাংলা টাইগাররা ঠিক সেটাই করে। তাসকিন আমেদের বলে ম্যাচের তৃতীয় ওভারেই মাত্র ১ রানে সাজঘরে ফেরেন দিমুথ করুণারত্নে। আরেক ওপেনার পাথুম নিসঙ্কাকে পরের ওভারেই সাজঘরের রাস্তা দেখান শরিফুল ইসলান। নিসঙ্কার সংগ্রহ ১৪ রান। তিনে নামা কুশল মেন্ডিসকেও এদিন একেবারেই ছন্দে দেখায়নি। তিনি ৫ রানে আউট হলে ৪৩ রানের স্কোরেই তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে বোল্ড করেন শাকিব আল হাসান। ৫০ রানের গণ্ডি পার করতেই শ্রীলঙ্কার ১২ ওভার লেগে যায়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সম্পূর্ণভাবে ম্যাচে ফিরে আসে। লঙ্কানদের জন্য প্রয়োজন ছিল একটি বড় পার্টনারশিপের। চতুর্থ উইকেটে এমনই এক পার্টনারশিপ গড়ে তোলেন সামারাবিক্রমা ও আসালঙ্কা। এই দুই ব্যাটারই ধীরে ধীরে শ্রীলঙ্কাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। সামারাবিক্রমা বেশ আগ্রাসী মেজাজে ব্য়াটিং করেন। ৫৯ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অবশেষে মেহেদি হাসান মিরাজ এই চতুর্থ উইকেটের পার্টনারশিপটি ভাঙেন। আসালঙ্কা ও সামরাবিক্রমা ৭৮ রান যোগ করেন।
পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভার উইকেট ভেঙে দেন শাকিব। মাত্র দুই রানে আউট হন তিনি। ম্যাচে ফের একবার রোমাঞ্চ ফেরে। তবে তা ক্ষণিকের জন্যই ছিল। আসালঙ্কা ক্রিজের একদিক ধরে রাখেন। বেশ মন্থর গতিতে, ৮৫ বলে নিজের অর্ধশতরানের গণ্ডি পার করেন তিনি। ৩৭তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে শ্রীলঙ্কা। ততক্ষণে দ্বীপরাষ্ট্রের জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। শেষমেশ আর কোনও উইকেট না হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় দ্বীপরাষ্ট্র। ৬২ রানে অপরাজিত থাকেন আসালঙ্কা, ১৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপ শুরুর আগে ফটোশ্যুটে ব্যস্ত টিম ইন্ডিয়া, ছবি শেয়ার করলেন জাডেজা