BAN vs PAK: টানা দুটো ম্য়াচে জয়, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
BAN vs PAK T20 Series: বাংলাদেশের বোলারদের মধ্য়ে শরিফুল ৩ উইকেট নেন। ২ টো করে উইকেট নেন মেহদি হাসান ও তানজিম শাকিব। ১টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমন, রিষাদ হোসেন।

ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। এটাই পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ২-০ তে এগিয়ে বাংলাদেশ। ফলত, পাকিস্তান যদি শেষ টেস্ট জিতেও যায়, তাহলেও সিরিজে হার বাঁচাতে পারবেন না ফখর জামানরা। ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৮ রানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাটিং করতে ১৩৩ রান বোর্ডে তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের টপ অর্ডার সেভাবে পারফর্ম করতে না পারলেও লোয়ার অর্ডারে অর্ধশতরানের ইনিংস খেলেন জাকের আলি। একটা সময়ে ২৮ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়ে বসেছিল বাংলাদেশ শিবির। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন জাকের ও মেহেদি হাসান। জাকের ৫৫ রান করেন। মেহেদি ৩৩ রান করেন। অধিনায়ক লিটন দাস মাত্র ৮ রান করে আউট হন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে পাকিস্তান ১৯.২ ওভারে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমন, তানজিম হাসান শাকিব প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করেন। পাকিস্তানের টপ অর্ডারে ফখর জামান, সাইম আয়ুব, মহম্মদ হ্যারিস, অধিনায়ক সলমন আলি কেউই রান পাননি। পাকিস্তান একটা সময়ে ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল। লোয়ার অর্ডারে ফাহিম আসরফ অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে দলের হার বাঁচাতে পারেননি তিনি।
View this post on Instagram
বাংলাদেশের বোলারদের মধ্য়ে শরিফুল ৩ উইকেট নেন। ২ টো করে উইকেট নেন মেহদি হাসান ও তানজিম শাকিব। ১টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমন, রিষাদ হোসেন।
উল্লেখ্য, দু দিন আগেই ঢাকার স্কুল বিল্ডিংয়ে ভেঙে পড়েছিল বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু ও আরও অন্তত ৫০ জন জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ঢাকা উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ বিল্ডিংয়ে ভেঙে পড়ে চিনের তৈরি F-7 বিমান। দুর্ভাগ্যক্রমে, ওই স্কুলে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ে বিমানটি। সেই ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দলের তরফে।




















