Litton Das: তাঁর বাড়ি কি পোড়ানো হয়েছিল? বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুললেন লিটন
Bangladesh Cricket Team: বাংলাদেশে (Bangladesh) পালাবদল হয়েছে। দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়তে হয়েছে তাঁকে।
ঢাকা: বাংলাদেশে (Bangladesh) পালাবদল হয়েছে। দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়তে হয়েছে তাঁকে। আর তারপর থেকেই সামনে আসছে বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা। আক্রান্ত হয়েছে মাশরাফি মুর্তজার বাড়ি। নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মা পালিয়ে বেঁচেছিলেন। যে খবর আগেই প্রকাশিত হয়েছে এবিপি লাইভ বাংলায়।
লিটন দাসের (Litton Das) বাড়িতেও কি আগুন লাগানো হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এরকম খবর। অনেকেই সত্যতা যাচাই না করে সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা লিটন নিজে এ ব্যাপারে নীরবতা বজায় রেখেছিলেন। কোনও প্রতিক্রিয়া দেননি।
অবশেষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন লিটন। জানালেন, তাঁর বাড়িতে আদৌ আগুন লাগানো হয়েছিল কি না, সেই সত্যও। বাংলাদেশের ক্রিকেটার, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেছেন, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানেই তিনি তুলে ধরেছেন তাঁর পরিবার ও বাড়ি আক্রান্ত হওয়ার খবরের সত্যতা কতটা।
লিটন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।'
এরপরই লিটন তুলে ধরেছেন তাঁর বিশ্বাসের কথা। লিখেছেন, 'আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।'
লিটন নিজে তাঁর ও তাঁর পরিবারের আপডেট দেওয়ায় স্বস্তি ক্রিকেটপ্রেমীদের। অনেকেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে নিয়েছেন।
আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম