BCCI: ভারতীয় মহিলা দলের নির্বাচকমণ্ডলীর অংশ হলেন শ্যামা দে, জুনিয়র কমিটির প্রধান তিলক নাইডু
Cricket Advisory Committee: বিসিসিআয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি মহিলা নির্বাচকমণ্ডলী ও জুনিয়র ক্রিকেট কমিটির জন্য একজন করে নির্বাচকের সন্ধানে আবেদনপত্র জমা দেওয়ার ডাক দিয়েছিল।
মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে আজ সোমবার, ১৯ জুন সরকারিভাবে মহিলা দলের নির্বাচক কমিটি ও জুনিয়র ক্রিকেট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। শ্যামা দে শকে (Shyama Dey Shaw) মহিলা দলের নির্বাচকমণ্ডলীতে জায়গা দেওয়া হয়। অপরদিকে, ভিএস তিলক নাইডুকে (VS Thilak Naidu) জুনিয়র ক্রিকেট কমিটির প্রধান ঘোষণা করা হয়।
সুলক্ষণা নায়েক, অশোক মলহোত্র ও যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত বিসিসিআয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি মহিলা নির্বাচকমণ্ডলী ও জুনিয়র ক্রিকেট কমিটির জন্য একজন করে নির্বাচকের সন্ধানে আবেদনপত্র জমা দেওয়ার ডাক দিয়েছিল। সেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখার পরেই শ্যামা দে শ ও ভিএস তিলক নাইডুকে উক্ত ভূমিকায় নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🚨 NEWS 🚨: BCCI announces Women’s Selection Committee & Junior Cricket Committee appointments.
— BCCI (@BCCI) June 19, 2023
The CAC has unanimously recommended Ms Shyama Dey Shaw and Mr VS Thilak Naidu for the said positions.
More Details 🔽https://t.co/EGKhomrBE1
শ্যামা ভারতের হয়ে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে খেলেছিলেন। বাংলার হয়ে ১৯৮৫ থেকে ১৯৯৭, ১৩ বছর খেলেছেন শ্যামা। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে এক দশকেরও বেশি সময় ধরে খেলার পর তিনি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত রেলওয়েজের জার্সি গায়ে মাঠে নামেন। অবসর নেওয়ার পর তিনি দুই দফায় বাংলার নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।
অপরদিতকে, তিলক নাইডু ১৯৯৮-৯৯ মরশুম থেকে ২০০৯-১০ মরশুম পর্যন্ত কর্ণাটক ও দক্ষিণাঞ্চলের হয়ে ক্রিকেট খেলেছেন। তিলক নাইডু কিপিং করার পাশাপাশি বেশ আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করার জন্যও খ্য়াত ছিলেন। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩৮৬ রান করেছেন। এরপর তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত কর্ণাটক ক্রিকেট বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটির প্রধান ও ২০১৫-১৬ মরসুমে সিনিয়র দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। তাই বিসিসিআই যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে, তা বলাই বাহুল্য।
মহিলা নির্বাচন কমিটি- নীতু ডেভিড (প্রধান), রেণু মারগ্রাতে, আরতি বৈদ্য, কল্পনা বেঙ্কটচার, শ্যামা দে শ
জুনিয়র ক্রিকেট কমিটি- ভিএস তিলক নাইডু (প্রধান), রণদেব বসু, হরবিন্দর সিংহ সোধি, পথিক পটেল, কৃষেণ মোহন
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?