Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল নিয়ে অখুশি, আগরকরকেই প্রশ্ন ছুড়ে দিলেন প্রাক্তন ওপেনার
Indian Cricket Team: পাকিস্তানের মাটিতে ও দুবাইয়ের মাটিতে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের ম্য়াচগুলো খেলবে দুবাইয়ে। শনিবারই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ভারতীয় দল (Indian Cricket Team) নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া (Akash Chopra)। প্রাক্তন ভারতীয় ওপেনার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছেন। দলে তিনজন স্পিনার অলরাউন্ডার নেওয়া হয়েছে। যা দেখে আকাশের মনে হচ্ছে ভারসাম্য কোথাও না কোথাও প্রশ্ন তুলেছেন।
পাকিস্তানের মাটিতে ও দুবাইয়ের মাটিতে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের ম্য়াচগুলো খেলবে দুবাইয়ে। শনিবারই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরকে। আকাশ চোপড়া মনে করছেন যে টুর্নামেন্টে ভারতীয় দলের ব্যাটিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বোলিংয়ের তুলনায়। তিনি বলেন, ''ভারতীয় দলে সুযোগ পেয়েছে অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। যদি একজন ভাল মানের স্পিনার প্রয়োজন ছিল, তাহলে বরুণ চক্রবর্তীকেও নেওয়া যেত। তিনজন স্পিন বোলিং অলরাউন্ডারই বাঁহাতি ব্যাটার।''
চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের টুর্নামেন্টে। আর সেই ধরণের টুর্নামেন্টে তিনজন স্পিন অলরাউন্ডারকে নেওয়া ডিফেন্সিভ অ্যাপ্রোচ বলেও মনে করেন আকাশ চোপড়া। তিনি বলন, ''আমরা বর্ডার গাওস্কর ট্রফিতে দেখেছি। ভারতীয় ব্যাটাররা কী করেছে, তা দেখেছি। আমাদের এমন একজন ব্যাটার প্রয়োজন ছিল আট নম্বর স্লটে। আমরা বোলার বেছে নিয়েছি, যে ব্যাটও করতে পারে। এর অর্থ বোলারদের ওপর তোমার ভরসা নেই, সেই বিশ্বাস নেই।''
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বুমরাকে রাখা হলেও তাঁকে নিয়ে কিন্তু প্রবল জল্পনা কল্পনা ছিল। তবে তৃতীয় পেসার হিসাবে শামি, অর্শদীপের সঙ্গে দলে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরাও। তাহলে কি বুমরা সম্পূর্ণ ফিট?
উত্তর না। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় চলাকালীন বুমরা চোট পান। ব্যাক স্প্যাজ়মের জন্য সিডনি টেস্টের শেষ ইনিংসে তিনি বলও করতে পারেননি। তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তা সত্ত্বেও বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে তিনি নেই। রয়েছেন হর্ষিত রানা। যা রিপোর্ট তাতে বুমরার চোট ঠিক কতটা গুরুতর তা বুঝতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই দিনই বুমরার চোট স্ক্যান করা হবে এবং সেই ফলাফল অনুযায়ী তাঁর ভবিষ্যৎ নির্ধারিত হবে।




















