Indian Cricket Team: চ্য়াম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য রোহিতদের মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের
BCCI: এবার অত মোটা অঙ্ক না হলেও ৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। ২০০২, ২০১৩ ও চলতি বছর।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের পুরস্কার। বিসিসিআইয়ের (BCCI) তরফে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসার পর ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই (BCCI)। এবার অত মোটা অঙ্ক না হলেও ৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছে ভারতীয় দল। ২০০২, ২০১৩ ও চলতি বছর। রোহিত-বিরাটরা ছাড়াও দলের কোচ ও সাপোর্ট স্টাফদেরও আর্থিক পুরস্কারে ঘোষণা করা হচ্ছে।
গত বছর আইসিসি ইভেন্টে জিতেছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। ঠিক পরের বছরই আরও একটা আইসিসি ইভেন্ট। সেবার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবার কোচ গৌতম গম্ভীর। দলের প্রত্যেক প্লেয়ার ৩ কোটি টাকা করে পাবেন। এমনকী হেডকোচ হিসেবে গম্ভীরও পাচ্ছেন মোট ৩ কোটি টাকা। তাঁর সাপোর্ট স্টাফরা পাবেন ৫০ লক্ষ টাকা করে। বিসিসিআই অফিশিয়ালরা ২৫ কোটি টাকা করে আর্থিক পুরস্কার পাচ্ছেন।
2002, 2013 সালের পর তৃতীয়বার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অপরাজিত থেকে ৷ এই জয়ে উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, "টানা দু'বছর আইসিসি ট্রফিজয় নিঃসন্দেহে স্পেশাল ৷ এই আর্থিক পুরস্কার বিশ্বমঞ্চে ভারতীয় দলের দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণে ৷ এই পুরস্কার দলের সাফল্যের নেপথ্যে সকলের যে কঠোর পরিশ্রম রয়েছে, তারই স্বীকৃতিস্বরূপ ৷" চলতি বছর মহিলাদের অনূর্ধ্ব-19 বিশ্বজয়ের পর পুরুষদলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অর্থ দেশে ক্রিকেটের বাস্তুতন্ত্র শক্তিশালী রয়েছে ৷ এমনটাই মত বোর্ড সভাপতির ৷
প্লেয়ারদের আর্থিক পুরস্কার ঘোষণার পর বোর্ড সভাপতি রজার বিনি বলেন, ''এই নিয়ে টানা দুটো বছর আইসিসি ইভেন্ট জিতল ভারতীয় ক্রিকেট দল। এটা সত্যিই দুর্দান্ত একটা অনুভূতি। আইসিসি ইভেন্টে ভারতীয় প্লেয়ারদের পারফরম্য়ান্সের পুরস্কার এটি। দলের প্রত্যেকে যে পরিশ্রম করেছে ও সাফল্য পেয়েছে, তার স্বীকৃতিস্বরূপ এই আর্থিক পুরস্কার দেওয়া হচ্চে।''
উল্লেখ্য, ফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এর আগে ২০০০ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্য়ান্ড মুখে্ামুখি হয়েছিল। সেবার সৌরভের ভারতকে হারিয়ে দিয়েছিলেন স্টিফেন ফ্লেমিংয়ের কিউয়ি বাহিনী। ২৫ বছর পর সেই হারের মধুর প্রতিশোধ নিল রোহিত শর্মার দল। গোটা টুর্নামেন্টে কোনও ম্য়াচেই হারেনি ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
